★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
ওজুর মধ্যে কয়টি ফরজ ও কয়টি সুন্নাত ও কিকি?দেখুন - Mas'la Masayel Discussions on

ওজুর মধ্যে কয়টি ফরজ ও কয়টি সুন্নাত ও কিকি?দেখুন

ওজুঃ-নামাজের চাবি এবং নামাজ জান্নাতের চাবি।
যখন মুসলমান ওজু করে তখন তার অঙ্গ প্রত্যাঙ্গ থেকে গোনাহ সাগিরা ঝরে যায়।
ওজুর মধ্যে চারটি ফরজ।
১)সমস্ত মুখমন্ডল একবার ধোয়া।
২)দুই হাতের কুনুই পর্যন্ত একবার ধোয়া।
৩)একবার একচতুর্থংশ মাথা মাসাহ করা।
৪)একবার দুই পায়ের গিরা পর্যন্ত ধোয়া।

ওজুর সুন্নাত ১৫ টি।
১)নিয়ত করা।
২)ওজুর প্রথমে বিসমিল্লাহ পাঠ করা বা ওজুর দোয়া পড়া।
৩)দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোয়া।
৪)দাঁতুন করা।
৫)ডান হাত দিয়ে তিন বার কুল্লি করা।
৬)ডান হাত দিয়ে তিনবার নাকে পানি দেওয়া।
৭)বাম হাত দিয়ে নাক পরিস্কার করা।
৮)দাড়ি আঙ্গুলি দিয়ে খিলাল করা
৯)হাত পায়ের আঙ্গুলি খিলাল করা
১০)প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়া।
১১)পূর্ণাঙ্গ মাথা একবার মাসাহ করা।
১২)তারতিব অনুসারে অর্থাৎ ধারাবহিক ভাবে ওজু করা।
১৩)কান মাসাহ করা।
১৪)অযথা সময় নষ্ট না করা অর্থাৎএক অঙ্গ শুকাতে না শুকাতে অন্য অঙ্গ ধোয়া।
১৫)প্রত্যেক মাকরুহ কর্ম থেকে বেঁচে থাকা।

বিঃদ্রঃ-বিরাশ ব্যবহার করা জায়েজ কিন্তু ইহাতে সুন্নাত আদায় হবে না বা কনো নেকি পাওয়া যাবে না। কিন্তু দাঁতুন করলে সুন্নাত আদায় হবে এবং নেকিওপাওয়া যাবে।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|