★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
হুজুর স্বাল্লালাহো আলাইহি ওয়া সাল্লাম কে "উম্মি "কেন বলা হয়? হুজুর কি নিরক্ষর ছিলেন? - Ja-al-haq Discussions on

হুজুর স্বাল্লালাহো আলাইহি ওয়া সাল্লাম কে "উম্মি "কেন বলা হয়? হুজুর কি নিরক্ষর ছিলেন?

হুজুর স্বাল্লালাহো আলাইহি ওয়া সাল্লাম কে "উম্মি "কেন বলা হয়? হুজুর কি নিরক্ষর ছিলেন?
মহঃ সহিমুদ্দিন মিসবাহী, আল আযহার ইউনিভারসিটি কাইরো, মিশর,।।
-------------------------------------------

হুজুর স্বাল্লালাহো আলাইহি ওয়া সাল্লাম কে "উম্মি "কেন বলা হয়? হুজুর কি নিরক্ষর ছিলেন?উম্মির অর্থ কী আসুন আমরা এব্যাপারে একটু জ্ঞান লাভ করি।।।।।।
                     "উম"ام  "যারمادہবা মুল হল الف এবংمیم আরবী ভাষায় উম শব্দটির অর্থ হল,"উৎপত্তি,উদ্ভব, মুল বা উৎস। আরবী ভাষায়"মা"কে উম এই জন্য বলা হয় যে মা হল ছেলের মুল বা উৎস। আরবী ভাষায় "উম" এর সংজ্ঞা এভাবে করা হয়েছে"يقال لكل ما كان اصلا لوجود شئ او مبدأه"যে কোন বস্ত তার মুল বা উৎস,orginকে" উমام" বলা হয়।আর এই উম শব্দ থেকেই উম্মি এসছে।কেননা হুজুর স্বাল্লাল্লাহো আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতীর উৎস বা মুল তাই হুজুর কে ও উম্মি বলা হয়।উম এর আরো একটি অর্থ যে আল্লাহ তায়ালা মকা শরিফ কে "উম্মাল ক্বুরা ام القري"বলেছেন অর্থাৎ হল যে মক্কা শরিফ পৃথিবীরর মুল বা উৎস।আর এ কথা সুর্যের কিরনের ন্যায় প্রকাশ যে সৃষ্টির পুর্বে সমগ্র পৃথিবী  জল মগ্ন ছিল এবং পৃথিবীর যে স্থানটি সর্ব প্রথম সুস্ক হয়েছিল সেটি হল মক্কা শরিফ। ইসলাম ও বিজ্ঞান দ্বারা এটি প্রমানিত।(لاشك ان مكة المكرم اطهر الاماكن علي الارض فهي اول مكان دبت به الحيات علي الارض“) যেমন মক্কা শরিফ কে পৃথিবীর মুল বা উৎস হওয়ার কারনে উম্মুল ক্বুরা বলা হয়,অনুরুপ হুজুর স্বাল্লাল্লাহো আলাইহি ওয়া সাল্লাম কে সমগ্র জগতের মুল বা উৎস হওয়ার কারনে উম্মি বলা হয়।(والنجم اذا هوي)           উম্মির আরো একটি অর্থ  লাউহে মাহফুয কে উম্মুল কিতাব বলা হয় কেননা"ذالك لكون العلم كلها متولدة منها"সারা জগতের জ্ঞান লাউহে মাহফুয থেকে এসেছে এবং কোরআন ও লাউহে মাহফুয থেকে এসেছে। তাই লাউহে মাহফুয কে উম্মুল কিতাব বলা হয়। অনুরুপ হুজুর স্বাল্লাল্লাহো আলাইহি ওয়া সাল্লাম ও পার্থিব সমস্ত জ্ঞানের মুল বা উৎস তাই হুজুরকে উম্মি বলা হয়।(আমি জ্ঞানের শহর এবং আলী তাহার দরজা)হাদিস।সুরা ফাতিহাকে ও উম্মুল কোরআন বলা হয়।কারন কোরআন মজিদ সুরা ফাতেহা থেকে আরাম্ভ হয় তাই সুরা ফাতেহাকে উম্মুল কোরাআন বলা হয়।                                    "উম্মত" শব্দটিও امة আলিফ মিম মাদ্দা উম থেকে বের হয়েছে। যার অর্থ মানুসের কোন এক বিষয়ে একত্রিত হওয়াকে উম্মত বলা হয় অর্থাৎ جمعیتবা একত্রিত হওয়া কে উম্মত বলে।অনুরুপ হুজুরকে উম্মি এই জন্য বলা হয় যে হুজুরের মধ্যে আল্লাহ সমস্ত রকম দক্ষতা,জ্ঞান,শিক্ষা,আদর্শকে একত্রিত করে দিয়েছেন।এমন কি আখেরি নবি এবং নবী গনের মহান নেতা। তাই হুজুর উম্মি।     "ইমাম"امامশব্দটি ও উম শব্দ থেকে বের হয়েছে। কোন এক বিষয়ে যার অনুসরন করা হয় তাকে ইমাম বলে।আর সমস্ত রকম বিষয়ে যার অনুসরন করা হয় তিনিই হলেন নবীয়ে উম্মি নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ।    আয়াতের ব্যাখ্যা ঃ---هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمةوإن كانوا من قبل لفي ضلال مبين--অর্থাৎ  তিনিই মহান সত্বা যিনি উম্মিদের (অর্থাৎ উম্মুল ক্বুরা মক্কা ববাসিদের) মধ্যে  একজন রাসুল প্রেরণ করেছেন,যিনি তাদের তার আয়াত সমুহ পড়ে শুনান,তাদের কে পরিশুদ্ধ করেন,এবং কেতাব ও হিকমত শিক্ষা দেন,অথচ ইতি পুর্বে তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল।।।যদি হুজুর নিরক্ষর হতেন তাহলে আয়াতে বলা হতনা যে তিনি অঅর্থাৎ  হুজুর তাদের কে আয়াত পড়েশুনান, তাদের পরিশুদ্ধ করেন হিকমত,এবং কিতাবের শিক্ষা দেন, আল্লাহ বলেনالرحمن علم القرآن    : অশিক্ষিতদের শিক্ষা দেওয়ার জন্য মুর্খ শিক্ষক নিয়োগ করা বোকামি। আমার নবী শিক্ষক আর শিক্ষক কখনো মুর্খ হয়না। যারা বলে হুজুর পড়ালেখা জানতেন না তাদের এসব ভাঁড়ামি, বোকামি ছাড়া কিছু না।  এব্যপারে অনেক আয়াত আছে হাদিস আছে এখানে সংক্ষেপে দেওয়া হল।জাযাকাল্লাহ খাইর। লেখা ও টাইপিং দ্বারা ভুল হলে ক্ষমা করবেন

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|