★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
#‎চৈতন্যজন্ম‬ শুনিয়াছি পশু রূপে জন্ম নিলেই পশু হয় কিন্তু মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হয় না; মানুষকে - Tasawuf Discussions on

#‎চৈতন্যজন্ম‬ শুনিয়াছি পশু রূপে জন্ম নিলেই পশু হয় কিন্তু মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হয় না; মানুষকে

 #‎চৈতন্যজন্ম‬

শুনিয়াছি পশু রূপে জন্ম নিলেই পশু হয় কিন্তু মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হয় না; মানুষকে নিজ কর্মগুণে মানুষে পরিণত হইতে হয়|বোধি প্রাপ্তি মানুষকে সাধারণ প্রাণী হইতে শ্রেষ্ঠ আশরাফে রূপান্তরিত করে|অতীতে বহু পীর-মাশায়েখ, সাধুগন মানুষের এইরূপ নবজন্মের কথা বলিয়া গেছেন; জীব বিজ্ঞানীরা যাহাকে (metamorphosis ) নবরূপান্তর বলেন; বড়পীর সাহেবজি সিররুল আসরার কিতাবে ইহাকে 'তিফলুল মায়ানি' রূপে বর্ণনা করিয়াছেন| তিফলুল মায়ানি শব্দটির বাংলা অর্থ হইবে 'খোদা তত্ত্ব জ্ঞানের নবজাতক'| বস্তুমোহে মানুষ স্বভাবতই নিজের চিরন্তন চৈতন্য বা রূহকে ভুলিয়া থাকে, এধরনের মানুষদের কোরআন গাফেল হিসেবে চিহ্নিত করিয়াছে|
অতপর যাহারা সাধনা বা ইবাদাত গুণে গাফেল হইতে কামলে রূপান্তরিত হইয়াছেন তাঁহাদের রূপান্তর সম্পর্কে কোরআনুল মুবিন বলিতেছে ~

"আদমের পিঠ হইতে রূহকে বাহির করা হয় এবং প্রতিজ্ঞা করানো হয় সাক্ষী প্রদানে" (আরাফ:172)|

وَإِذْ أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتَ بِرَبِّكُمْ قَالُواْ بَلَى شَهِدْنَا أَن تَقُولُواْ يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِين

"And when your Lord brought forth from the Children of Adam, from their backs their progeny and made them bear witness againsttheir own souls. (Allah said:) “Am I not your Lord”? They said: “Yes, (You are our Lord) we bear witness”, lest you should say on the Day of Resurrection: “Verily, we were heedless of this”. (A'raf:172)


এই আয়াতের তফসীর লইয়া বহুবিধ বিভ্রান্তি রহিয়াছে; প্রকৃতপক্ষে এই আয়াতের মাধ্যমে মানুষের চৈতন্য প্রাপ্তির কথাই বলা হইয়াছে|যে সকল মানুষের চৈতন্য দুর্বল তাদের রূহ তথা চৈতন্য মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডের শেষ প্রান্তে নিদ্রিত অবস্থায় থাকে, বেদে ইহাকে কুন্ডলীনি রূপে বর্ণনা করা হইয়াছে|শ্বাস প্রশ্বাসের প্রতি পূর্ণ মনোযোগ স্হাপনের মাধ্যমে কুন্ডলীনিকে জাগ্রত করা সম্ভব| কুন্ডলীনি সুষন্না নাড়ির মাধ্যমে মেরুদণ্ডের মধ্যে দিয়া সহস্র শতদলের দিকে উর্ধ্বগামী হয়|আর এভাবেই চৈতন্য প্রাপ্ত মানুষের পুনঃজন্ম হয়|চৈতন্য প্রাপ্ত হইবার পরে সকল মানুষই একক মাহাজাগতিক ধর্মের চেতনাপ্রাপ্ত হন এবং সৃষ্টি জগতের প্রতি নিজের কর্তব্য পালনে এবং সাক্ষী প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া যান|

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|