★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
পুরুষের নিকটে মহিলাদের পড়া লিখা করা কেমন? - Mas'la Masayel Discussions on

পুরুষের নিকটে মহিলাদের পড়া লিখা করা কেমন?

প্রশ্ন:- মহিলারা পর্দার অন্তরালে থেকে পুরুষের নিকট লেখাপড়া করা কেমন?
উত্তর:- যদি পর্দার অন্তরাল থেকে পাঠ দানকারী পুরুষ যুবক হয়, তবে ইসলামী বোনদের জন্য তাদের নিকট যাওয়া শরীয়াতের পক্ষ থেকে অনুমতি নেই। আর পাঠদানের এই পদ্ধতিকে ওয়াজের মাহফিলের সাথে বিবেচনা করাও সঠিক নয়। ওয়াজের মাহফিলে অথবা সুন্নাতে ভরা ইজতিমায় পরিপূর্ণ পর্দা সহকারে শুধুমাত্র অল্প কিছুক্ষন সম্মিলিত বয়ান হয়। কিন্তু পড়া ও পড়ানোর বিষয় কিছুটা ভিন্ন। এতে পর্দা থাকা সত্ত্বেও পরস্পর পরিচিত ও চেনা জানা হয়ে থাকে, এজন্যই ভয়ের আশংঙ্কা অনেক বেশি। আমার আক্বা আ’লা হযরত  رَحْمَةُ اللهِ تَعَالٰى عَلَيْهِ এই কারণে পরিপূর্ণ পর্দা সহকারে মহিলাদেরকে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য যুবক পীরের কাছে যেতে বারণ করেছেন, “ফতোওয়ায়ে রযবীয়া” শরীফে বলেন: “যদি শরীর মোটা এবং ঢিলেঢালা কাপড়ে আবৃত থাকে, এমন পাতলা (কাপড়) যেন না হয় যে, শরীর বা চুলের রং প্রকাশিত হয়, আর এমন আঁটোসাঁটোও (কাপড়) যেন না হয় যে, শরীরের অবস্থা বুঝা যায় এবং একাকীও যেন না হয় আর পীর যেন যুবক না হয়,  (অর্থাৎ এমন বৃদ্ধ হওয়া, যাতে উভয় পক্ষ থেকে অর্থাৎ পীর ও মুরীদনী কারো পক্ষ থেকে যৌন উত্তেজনার আশংকা না হওয়া) মোটকথা না কোন ফিতনা সেই সময়ে হয়, না ভবিষ্যতে হওয়ার 
আশংকা হয়, তবেই ইলমে দ্বীন এবং আল্লাহর রাস্তার কাজ সমূহ শেখার জন্য যাওয়া বা ডাকা তে কোন সমস্যা নাই।”
(ফতোওয়ায়ে রযবীয়া, ২২তম খন্ড, ২৪০ পৃষ্ঠা) 

সৌজন্য :

ভিজিট করুন www.YaNabi.in এ

Sunni All Post
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|