★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
ছোট হুজুর পাক বারা শরীফের খিলাফাত, ইজাজাত - Bara Sharif Khankah-e-Qadriya-Aliya Dargah-e-Dastegir Discussions on

ছোট হুজুর পাক বারা শরীফের খিলাফাত, ইজাজাত

????ছোট হুজুরের খিলাফাত, ইজাজাত????

পিরে তারিকাত রাহবারে শরীয়ত সাজ্জাদানাশিঁ বারা গদ্দি ছোটো হুজুর পাক হজরত সৈয়দ শাহ মুহাম্মাদ আলি আল ক্বাদেরী দাস্তেগীর মাদ্দাজিল্লাহুল আলির ব্যাপারে ওনার জন্মের প্রায় ৪৫০ বছর আগে ভবিষ্যৎ বানী করেছেন গওসে জামাঁ হজরত সৈয়দ শাহ গোলাম আলি আল ক্বাদেরী দাস্তেগীর রহমাতুল্লাহ তায়ালা আলাইহি তিনি বলেছিলেন যখন বাড়া গদ্দি সাময়িক ভাবে কিছুদিনের জন্য তার পূর্বের শান হারিয়ে ফেলবে তখন এই বংশে একজন সন্তান আসবে যে আমার উত্তরসুরি ও আমার প্রতিষ্ঠিত এই খানকাহর জাঁনশিন হবে তার পরিচয় হলো তার হাতে ৬ টি আঙুল থাকবে। তো এখান থেকে বুঝতে পারা গেল ছোটো হুজুর এর প্রথম খিলাফত তাঁর জন্মের ও বহু পূর্বে নির্ধারিত হয়েছিল।বারা দরবার শরীফের ১৩ তম গদ্দিনশীন হজরত সৈয়দ শাহ মইনুল হাক্ব আল ক্বাদেরী ও তিনার বহু কাছের মুরিদ দের জানিয়েছিলেন যে তিনার বেসালে হাক্বের পর তিনার ছোটো শাহজাদা বারা খানকাহ শরীফের ১৪ তম গদ্দিনশীন হবেন সুতরাং দাদা হুজুর ও খিলাফত দিয়েছেন।ছোটো হুজুরের পির ও মুর্শিদ হজরত শাহ জহুর ইসলাম সিদ্দিকী আল চিস্তি উল ক্বাদেরী নাকশবান্দি ও আবুল উলায়ি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে লিখিত খিলাফত নামা দিয়েছেন তাঁর যুবক অবস্থায়। পিরে তারিকাত হজরত সৈয়দ শাহ হাসান আলি আল ক্বাদেরী ওরফে মাস্তান বাবা আলাইহির রহমা তাঁকে বাড়া গদ্দির উত্তরাধিকারী হওয়ার সুসংবাদ এবং স্বীয় ইজাজাত দিয়েছিলেন।আজমির শরীফ এর গদ্দিনশীন হাজার হাজার লোকের সামনে তাঁর মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছেন বারা গদ্দির দরবার শরীফেই ও বেরেলি শরীফ থেকেও তিনি ইজাজাত পেয়েছেন।খান্দানে আলা হাজরাত হুজুর তওসিফ রেজা খান ও তাঁকে খিলাফত দিয়েছেন।আল্লাহর ওলিদের ভবিষ্যৎ বানী অবশ্যই পূরণ হয় তার উজ্জ্বল প্রমান বাড়া গদ্দির বর্তমান গদ্দিনশীন হজরত সৈয়দ শাহ মুহাম্মাদ আলি আল ক্বাদেরী উল চিস্তি দাস্তেগীর মাদ্দাজিল্লাহুল আলি যিনি খুব সময়ের মধ্যে যেভাবে বহু খিলাফত নামার অধিকারী ব্যক্তিত্ব,গওস পাকের বেলায়েতের নমুনা,এবং সর্বোপরি রাসুলে পাক সাল্লাল্লাহো আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বংশধর দের মধ্যে অন্যতম। আল্লাহ আযজা ওয়া জাল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি এমন সৈয়দ কুল রত্ন কে পশ্চিমবঙ্গে দিয়ে আমাদের ধন্য করেছেন।
......দাস্তেগীর দিওয়ানা

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|