★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
একই দিনে ঈদ করা প্রসঙ্গে - মুহাম্মদ আরিফুল ইসলাম আশরাফী - Ja-al-haq Discussions on

একই দিনে ঈদ করা প্রসঙ্গে - মুহাম্মদ আরিফুল ইসলাম আশরাফী


একই দিনে ঈদ করা প্রসঙ্গে 
- মুহাম্মদ আরিফুল ইসলাম আশরাফী

গত রমজানের পূর্বে এই বিষয়ে একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম যা অনেক আলোচিত হয়েছিল। আজ এই বিষয়ে আরেকটু আলোকপাত করতে চাই। প্রথমে ছোট একটি উদাহরণ দিয়ে শুরু করছি। আগামীকাল ঢাকায় ইফতারের সময় ৬:৩৮ মিনিট। রাজশাহীতে ইফতারে সময় ৬:৪৩ মিনিটে। একই দেশে অল্প কিছু দূরত্বে সূর্য অস্ত যাওয়ার সময় এক না। ঢাকায় ইফতারের সময় হলেও রাজশাহীর লোকেরা ইফতার করতে পারছে না। কারণ তাদের এলাকায় তখনও সূর্য অস্ত যায়নি। অতএব ঢাকার সময় দেখে ইফতার করলে তার রোজা বাতিল হয়ে যাবে। আমার ভাই ঢাকায় বসে ইফতার করছে অথচ আমি ইফতার কারতে পারছি না, এটা নিয়ে কারো আফসোস করার কিছু নেই। কারণ অঞ্চল ভেদে চন্দ্র-সূর্যের অবস্থান এবং সময়ের ভিন্নতা আল্লাহর সৃষ্টি জগতের বৈচিত্র্য। এই বৈচিত্র্যকে অপছন্দ করার কোন এখতিয়ার কারো নেই। সময়ের ভিন্নতা মানতেই হবে। আর এটাই আল্লাহর চাওয়া।  

আল্লাহ্ তায়ালা নামাজ, রোজা, ইত্যাদির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। এবং সময়গুলো সঠিকভাবে নির্ণয় করার জন্য দিয়েছেন চাঁদ-সূর্য। চাঁদ প্রসঙ্গে কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে- 
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِوَالْحَجِّ ۗ 

অর্থাৎ- "আপনার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে বলে দিন যে এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজ্বের সময় ঠিক করার মাধ্যম।" (সূরা বাকারা, আয়াত নং-১৮৯)

যেমন- রোজার সময় সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে-

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ
"অর্থাৎ- তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে রোজা রাখবে।"
অত্র আয়াতে রোজা রাখার জন্য রমজান মাস উপস্থিত হওয়া শর্ত। ফরজ রোজা মাস উপস্থিত হওয়া বা শুরু হওয়ার আগে নয়। 

আর এই মাস শুরু হওয়াটা নির্ধারিত হবে চাঁদ দেখার মাধ্যমে যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে হয়ে থাকে, যেমনটা নামাজের সময় বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয় সূর্যের অবস্থানের কারণে। এটাই আল্লাহর বিধান। এই ব্যাপারে নির্দিষ্ট করে নির্দেশনাও এসেছে হাদিস শরীফে। 

 عن رسول الله صلى الله عليه وسلم من طرقكثيرة أنه قال : صوموا لرؤيته ، وأفطروا لرؤيتهفإن غم عليكم فاقدروا له ثلاثين 

"তোমরা চাঁদ দেখে রোজা রাখ এবং চাঁদ দেখেই রোজা ভাঙ্গ।আর যদি ঢাকা পড়ে যায় তবে ত্রিশ দিন পূর্ণ কর।" (মুসলিম শরীফ- অধ্যায় রোজা, হাদিস নং-১০৮১, নাসায়ী শরীফ, অধ্যায়-রোজা, হাদিস নং-২১২৪) 

অতএব, কোরআন এবং হাদিসের আলোকে এটা পরিষ্কার যে চাঁদ দেখার মাধ্যমেই মাস শুরু হওয়া নির্ধারিত হবে যা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে হবে। 

অনেকে লিউনার ক্যালেন্ডার তৈরির কথা বলেন যা পুরোপুরিই কোরআন হাদিস বিরোধী।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|