★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
এক নজরে বিনতু রসুল সাল্লালাহু আলাইহি ওসাল্লাম - Mas'la Masayel Discussions on

এক নজরে বিনতু রসুল সাল্লালাহু আলাইহি ওসাল্লাম

এক নজরে বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম এর পরিচিতি

উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম এর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, তিনি হচ্ছেন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরলখতে জিগার, বানাত (মেয়ে)। সুবহানাল্লাহ! হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হযরত বানাত (মেয়ে) আলাইহিন্নাস সালামদের মধ্যে তিনি হচ্ছেন ‘আছ ছানিয়াহ তথা দ্বিতীয়া।’ সুবহানাল্লাহ! নিম্নে এক নজরে উনার পরিচিতি তুলে ধরা হলো,
নাম : সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ আলাইহাস সালাম।
লক্বব: বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিদ্ব‘আতুম মির রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আফদ্বলুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ছানিয়াহ, উম্মু আবীহা, যাতুল হিজরতাইন এছাড়াও আরো অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ!
যেই লক্বব -এ পরিচিতি গ্রহণ করেছেন: সাইয়্যিদাতুনা হযরত ছানিয়াহ আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
কুনিয়াত : উম্মু আব্দিল্লাহ আলাইহাস সালাম।
আব্বাজান ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন,হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ!
আম্মাজান আলাইহাস সালাম: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
বিলাদত: হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুষ্ঠানিকভাবে নুবুওওয়াতী শান মুবারক প্রকাশের প্রায় ৭ বছর পূর্বে ৩রা রবী‘উছ ছানী। সুবহানাল্লাহ!
বিলাদতী স্থান : মক্কা শরীফ।
অবস্থান : মক্কা শরীফ (প্রায় ১৪ বছর), মদীনা শরীফ (প্রায় ১ বছর কয়েক মাস) এবং হাবশা (প্রায় ৭ বছর)।
ভাই-বোন আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালাম: চার ভাই এবং চার বোন। সুবহানাল্লাহ!
বোনদের মধ্যেঅবস্থান : ছানিয়াহ তথা দ্বিতীয়া।
ভাই-বোন আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালামদের মধ্যে অবস্থান : পঞ্চম।
ঈমান প্রকাশ: হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নুবুওওয়াতী শান প্রকাশ পাওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ! তখন উনার বয়স ছিলো ৭ বছর।
যাওজুম মুকাররম: আমীরুল মু’মিনীন হযরত যুন নূরাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
শাদী অনুষ্ঠিত হওয়ার সময় বয়স : ১০ বছর।
হিজরত : দুইবার। প্রথমবার হাবশায় এবং দ্বিতীয়বার মদীনা শরীফ। সুবহানাল্লাহ!
হাবশায় হিজরত করার সময় বয়স : প্রায় ১২ বছর।
হাবশায় অবস্থান : প্রায় ৭ বছর।
বিছাল: ২য় হিজরী সনের ১৮ই রমাদ্বান শরীফ।
বিছাল প্রকাশ করার স্থান : মদীনা শরীফ।
দুনিয়ার যমীনে অবস্থান: ২১ বছর ৫ মাস ১৫ দিন।
রওযা শরীফ: জান্নাতুল বাক্বী’ শরীফ।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|