★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
আকিদাগত পার্থক্য ঃ আহালে সুন্নাত বনাম ৭২বাতিল বেদাতি বদ মাজহাব।আপুনি কি৭২দলের কাউকে অনুসরণ করেন? - Mas'la Masayel Discussions on

আকিদাগত পার্থক্য ঃ আহালে সুন্নাত বনাম ৭২বাতিল বেদাতি বদ মাজহাব।আপুনি কি৭২দলের কাউকে অনুসরণ করেন?

edited February 2016 in Mas'la Masayel
imageএই পোস্টটি না পড়লে, জিবনে অনেকবেশি
ভুল করলেন।:রাসূলে পাক সাল্লাল্লাহুআলা
ইহি ওয়াসাল্লাম এরশাদকরেছেন
_____________________________________________
_____________ ﺇﻥ ﺑﻨﻲ ﺇﺳﺮﺍﺋﻴﻞﺗﻔﺮﻗﺖ ﻋﻠﻰ ﺛﻨﺘﻴﻦ ﻭﺳﺒﻌﻴﻦ ﻣﻠﺔ
ﻭﺗﻔﺘﺮﻕ ﺃﻣﺘﻲ ﻋﻠﻰ ﺛﻼﺙﻭﺳﺒﻌﻴﻦ ﻣﻠﺔ ﻛﻠﻬﻢ ﻓﻲ ﺍﻟﻨﺎﺭ ﺇﻻ ﻣﻠﺔ ﻭﺍﺣﺪﺓ ﻗﺎﻟﻮﺍ
ﻭﻣﻦ ﻫﻲﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻗﺎﻝ ﻣﺎ ﺃﻧﺎ ﻋﻠﻴﻪ ﻭﺃﺻﺤﺎﺑﻲ ‏( ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻯ- ﻛﺘﺎﺏ
ﺍﻻﻳﻤﺎﻥ، ﺑﺎﺏ ﻣﺎ ﺟﺎﺀ ﻓﻲ ﺍﻓﺘﺮﺍﻕ ﺍﻷﻣﺔ، ﺭﻗﻢﺍﻟﺤﺪﻳﺚ 2641 ) অর্থ-
হযরত আব্দুল্লাহ বিনআমর রাঃ থেকে
বর্ণিত। রাসূলসাঃ ইরশাদ করেছেন-
নিশ্চয়বনী ইসরাঈল ছিল ৭২ দলে বিভক্ত।
আরআমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। এই
সবদলই হবে জাহান্নামী একটি দলছাড়া।
সাহাবায়ে কিরামজিজ্ঞেস করলেন-সেই
দলটি কারা?নবীজী সাঃ বললেন-যে
দলটিতে আমি ও আমারসাহাবাগণ থাকব।
{সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৪১,আল
মু’জামুল কাবীর, হাদীস নং-৭৬৫৯,আল
মু’জামুল আওসাত, হাদীস নং-৪৮৮৯,কানযুল
উম্মাল ফি সুনানিল আকওয়ালওয়াল আফআল,
হাদীস নং-১০৬০}______________________
____________________________________ রাসুল সাঃ
আরো বলেন ;নিশ্চয় আমার উম্মাতের মধ্যে
এমনদলসমুহ বাহির হইবে যে, উহাদেরমধ্যে
বদআকিদা নাফছানি খাহেশাত এমনভাবে
সংক্রামিত হইবে যেমনপাগলা কুকুরের বিশ
সংক্রামিত হয়দংশিত ব্যক্তির মধ্যে। কু-
আকিদা ওকুফরী সমুহ ঐ গোমরাহ
লোকদেরপ্রতিটি নাড়ী নক্ষত্র ও
প্রত্যেকগ্রন্থিতে সংক্রামিত হইবে।
(আবুদাউদ ) ______________________________
___________________________ হযরত গাউস
পাকআব্দুল কাদের জিলানী রঃ
উনার“গুনিয়াতুত ত্বালেবীন” কিতাব
এবলেন, ৭৩ ফেরকা মুলতঃ মুলদশটি ফেরকার
শাখা প্রশাখা। সেইদশটি ফেরকা হইলঃ
(১) আহলে সুন্নাত,(২)খারেজী (৩)শিয়া বা
রাফেজী,(৪)মোতায়েলা , (৫) মারযিয়া,
(৬)মুশাব্বাহা, (৭)জাহমিয়া,
(৮)জারারিয়া, (৯) নাজ্জারিয়া,(১০)
কালাবিয়াহ। আহলে সুন্নাতবা সুন্নি
জামাতের কোনশাখা প্রশাখা নাই। ৪টি
মাযহাবকোনো দল নয় বরং এটা
ফিকাহএকেকটা ফিকাহ এর স্কুলের মত।
তাদের সবার আকীদা একই। কিন্তুঅপরাপর
৯টি দলেরইশাখা প্রশাখা বর্তমানএবং
তারা ভিন্ন আকীদায়বিশ্বাসী। হযরত
গাউস পাক আব্দুলকাদের জিলানী রঃ
বলেনখারেজী দলের শাখা ১৪টি,শিয়া বা
রাফেজী ৩৩টি,মোতাযেলার ৬টি,
মারজিয়ার১২টি, মুশাব্বাহার ৩টি,
জারারিয়া,কালাবিয়াহ,
নাজ্জারিয়া,জাহমিয়ার একটি করে মোট
৭৩টি ফেরকা । ______________________________
____________________________আল্লামা কুরতুবী
রহঃ তার প্রণীততাফসীরে কুরতুবীতে
লিখেন- . ﻭﻗﺪﻗﺎﻝ ﺑﻌﺾ ﺍﻟﻌﻠﻤﺎﺀ ﺍﻟﻌﺎﺭﻓﻴﻦ : ﻫﺬﻩ ﺍﻟﻔﺮﻗﺔ ﺍﻟﺘﻲ ﺯﺍﺩﺕ
ﻓﻲﻓﺮﻕ ﺃﻣﺔ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻫﻢ ﻗﻮﻡ ﻳﻌﺎﺩﻭﻥﺍﻟﻌﻠﻤﺎﺀ
ﻭﻳﺒﻐﻀﻮﻥ ﺍﻟﻔﻘﻬﺎﺀ ، ﻭﻟﻢ ﻳﻜﻦ ﺫﻟﻚ ﻗﻂ ﻓﻲ ﺍﻷﻣﻢﺍﻟﺴﺎﻟﻔﺔ . ‏( ﺍﻟﺠﺎﻣﻊ
ﻷﺣﻜﺎﻡ ﺍﻟﻘﺮﺁﻥ ﺍﻟﻤﺆﻟﻒ : ﺃﺑﻮ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺑﻦ ﻓﺮﺡ
ﺍﻷﻧﺼﺎﺭﻱ ﺍﻟﺨﺰﺭﺟﻲﺷﻤﺲ ﺍﻟﺪﻳﻦ ﺍﻟﻘﺮﻃﺒﻲ ‏( ﺍﻟﻤﺘﻮﻓﻰ 671 : )
যেইফিরক্বাটি উম্মতে মুহাম্মদীতে
বাড়বে তারা হল-যারা ওলামাদেরসাথে
শত্রুতা করবে, আর ফুক্বাহাদেরপ্রত
ি রাখবে বিদ্বেষ। এই গ্রপটি পূর্বউম্মতের
মাঝে ছিল না।{তাফসীরে কুরতুবী,
তাফসীর সূরাতুলআনআম} এই উম্মতের মাঝে
বর্ধিতবাতিল ফিরক্বাটি হল ফিক্বহ
ওফুক্বাহাদের দুশমন, তথা ইজতিহাদ
ওমুজতাহিদদের দুশমন দল। বুঝাইযাচ্ছে
তারা হল বর্তমানলা মাজহাবিরা।
*********************************************
******************************************আহল
ে সুন্নাত ওয়াল জামাআত যে হক্বদল তা
চেনার উপায়।আহলে সুন্নাতের সাথে ৭২
দলেরযে বিভক্তি তা মূলত রাসূল দঃ,নবীগণ
এবং অলীগণের ব্যাপারে ওঅন্যান কিছু
ক্ষেত্রে আক্বীদাগতপার্থক্য ।
আল্লাহতাআলা তাদেরকে যে মর্যাদা
দানকরেছেন তা আমরা আহলে
সুন্নাতঅকপটে স্বীকার করি। কিন্তু বাকী
৭২ফেরকা তা অস্বীকার করে
তাদেরমর্যাদা হানী করে তাদেরকে
সাধারণমানুষের কাতারের বলে
জঘন্যআক্বীদা বিশ্বাস করে।সবচেয়ে জরূরী
বিষয় হলআহলে সুন্নাতের বিপক্ষে
৭২ফেরকা এক এবং আক্বীদাগতভাবেওতারা
এক। যা আহলে সুন্নাত ও ৭২ফেরকার স্পষ্ট
ব্যবধান করে দেয় কারণআহলে সুন্নাহর সকল
আক্বীদা কোরআন-সুন্নাহ ভিত্তিক এবং
বাকী ৭২ফেরকা হতে আলাদা ।নিম্নে
আহলে সুন্নাহ বনাম ৭২ দলআক্বীদাগত
পার্থক্য দেখানো হল। ১ /আমরা আহলে
সুন্নাত নামাজ পড়ি,রোজা রাখি, হজ্ব
করি, যাকাত দিই ,সুন্নাত নফলকে গুরুত্ব
দিই, যথাসম্ভবপালন করার চেষ্টা করি।
কিন্তুবাকী ৭২ ফেরকার মতে শুধু ফরজ জরুরী
,সুন্নাত নফল দরকার নাই। *****************
*********************************************
************************* ২ /শায়খআল্লামা
ফাুরুকী রহঃ বলেন আমরা আহলে সুন্নাত
ওয়ালজামাতেরমতে দয়াল নবীজি নূরের
তৈরী নবীজি মানুষরুপে পৃথিবীতে
এসেছেন কিন্তু মানুষের মত নন।এটা
আল্লাহরবিশেষ ও অতুলনীয় সৃষ্টি।
কিন্তুবাকী ৭২ ফেরকা একমত যে রাসূলদঃ
তাদের মত সাধারণ মানুষ।
৩/ আহেল সুন্নাত জামাত এর মতে হুজুর পাক সাল্লালাহু আলাইহি ওসাল্লালাম এর ইল্মে গায়েব এর খবর জানেন।
বাতিল এর মতে জানেন না।তিনি সাধারণ মানুষ এর মোত(নাউজুবিল্লা)
৪/আহালে সুন্নাত এর মতে তিনি কবর মুবারক এ জিবিত আছেন।।
বাতিল এর মতে মিত (নাউজুবিল্লা)

এই ভাবে অনেক পাথ্যক আছে লেখা অনেক বড় হয়ে জাওয়ার জন্য এখানেই সংখিপ্ত করা হল।।

মানুন
না
মানুন
আপনার
ব্যাপার ,
তবে
মোরতে তো
এক দিন
হবেই!
তখন টের পাবেন।

আকিদা ঠিক না থাকলে আমোল এর কোনো দাম নাই।

এই রকম আমোল শইতান এর অনেক ছিল।
সুতরাং আমোল এরর দারা কেউ বাছতে পারবেনা যদিনা তার ইমান ও আকিদা ঠিক না থাকে।
.
.

.
এই পোস্ট এর লিনক:::::::
আকিদাগত পার্থক্য ঃ আহালে সুন্নাত বনাম ৭২বাতিল বেদাতি বদ মাজহাব।আপুনি কি৭২দলের কাউকে অনুসরণ করেন? http://yanabi.in/u/1r

Comments

  • আকিদাগত পার্থক্য ঃ আহালে সুন্নাত বনাম ৭২বাতিল বেদাতি বদ মাজহাব।আপুনি কি৭২দলের কাউকে অনুসরণ করেন? http://yanabi.in/u/1r
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|