★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
একটি মহাসম্মানিত পবিত্র দিন, ৫ই রবিউল অাউয়াল শরীফ। - Mas'la Masayel Discussions on

একটি মহাসম্মানিত পবিত্র দিন, ৫ই রবিউল অাউয়াল শরীফ।

আজকে একটি মহাসম্মানিত পবিত্র দিন, ৫ই রবিউল অাউয়াল শরীফ। এদিন নবীজির সম্মানিত আম্মাজান হযরত আমিনা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন বা বিলাদত (জন্মদিবস) গ্রহণ করেন। সুবহানাল্লাহ।

আসুন নবীজি আম্মাজান হযরত আমিন আলাইহিস সালাম সম্পর্কে কিছু তথ্য জেনে নেই-

১) সম্মানিত পিতার নাম (নবীজির নানাজান) : সাইয়্যিদুনা হযরত ওয়াহাব ইবনে আবদে মানাফ আলাইহিস সালাম। উনার একখানা বিশেষ লক্বব মুবারক ছিলো ‘সাইয়্যিদুন নাস’। সুবহানাল্লাহ!

২) সম্মানিত মাতার নাম (নবীজির নানীজান) : সাইয়্যিদাতুনা হযরত বাররাহ আলাইহাস সালাম।

৩) তিনি যে দ্বীন অনুসরণ করতেন : হযরত ইবরাহীম আলাইহিস সালামের দ্বীন, দ্বীনে হানীফ।

৪) বিলাদত (জন্মদিবস) গ্রহণের সময় ও স্থান: হিজরতের ৭২ বছর পূর্বে ৫ই রবীউল আউয়াল জুমাহ বা’দ ফজর। মদীনা শরীফ। সুবহানাল্লাহ!

৫) কোথায় অবস্থান করতেন : পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফ।

৬) ভাই-বোন : নেই।

৭) কত বছর দুনিয়াতে অবস্থান করেছেন : ২৫ বছর।

৮) বিছাল গ্রহণ (ওফাত দিবস) : ১০ই রবিউল আউয়াল তারিখ, নবীজির বয়স মুবারক তখন ৬ বছর। দিনটি ছিলো সোমবার।

৯) রওজা শরীফ : আরবের আবওয়া নামক স্থান, যা ‍উনার রওজা মুবারকের সংস্পর্ষে সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ।

মহান্ আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেককে নবীজির সম্মানিত আম্মাজান হযরত আমিনা আলাইহিস সালাম সম্পর্কে জানার তৌফিক দান করুন। আমিন।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|