★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
জেনে নিন হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহুর সংক্ষিপ্ত পরিচয়। - Ja-al-haq Discussions on

জেনে নিন হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহুর সংক্ষিপ্ত পরিচয়।

edited April 2020 in Ja-al-haq
What is the Aqeeda of Ulama-e-Ahle Sunnat about Hazrat Muwabiya 

By Faqeehe Bangal Allama Mufti Alimuddin Rezvi Mazhari
🌹🌹🌹786/92🌹🌹🌹
اھل سنت کا بیڑا پار ہے اصحاب حضور
نجم ہے اور ناؤ ہے عترت رسول اللہ کی 
সাহাবীয়ে রাসুল হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহুর সংক্ষিপ্ত পরিচয় ও তাঁর সম্পর্কে সারা বিশ্বের সমস্ত আহলে সুন্নাত ওয়া জামায়াতের আকিদা
১)👉🏻 তাঁর পবিত্র নাম-হাযরাত আমীরে মুওয়াবিয়াহ,কুন্নিয়াত বা উপ-নাম-আবু আব্দুর রহমান (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)।
২)👉🏻তাঁর পিতার নাম-আবু সুফিয়ান,তাঁর মাতার নাম-হিন্দা।
৩)👉🏻হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু,আল্লার রাসূলের নিকটতম আত্মীয় ছিলেন। কেননা,হুযূর আলাইহিস সালামের বংশ এবং হাযরাত আমীরে মুওয়াবিয়ার বংশ পিতা-মাতা দুই দিক থেকেই  একটু উপরে গিয়ে পঞ্চম পিঁড়িতে এক হয়ে গেছে।
৪)👉🏻হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু, হুযূর আলাইহিস সালামের আপন শ্যালক। কেননা
হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহুর আপন বোন হাযরাত উম্মে হাবিবার সাথে হুযূর আলাইহিস সালামের বিবাহ হয়েছিল।
এই কারনে মাওলানা রুমী তাঁর মাসনবী শরীফের মধ্যে তাঁকে(হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে) সমস্ত মোমিনের মামা বলেছেন।
৫)👉🏻 হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু, ষষ্ঠম হিজরীতে সুলহে হুদায়বিয়ার দিনই ইসলাম ধর্ম কবূল করেন। অবশ্য তিনি তাঁর ইসলাম কবূল করা,মক্কা বিজয়ের দিন প্রকাশ করেন।
৬)👉🏻হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু ১৩জন ওহী লেখকের মধ্যে ছিলেন অন্যতম। বরং তিনি হুযূরের পবিত্র দরবারের চিঠি-পত্রেরও লেখক ছিলেন।
৭)👉🏻হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে মোট ১৬৩ টি হাদীস বর্নিত হয়েছে।
৮)👉🏻আল্লামা খাতীবে তাবরেযী তাঁর ইকমাল ফি আসমাইর রিজাল নামক কিতাবের ৬১৭ পৃষ্ঠায় হাযরাত আমীরে মুওয়াবিয়া রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে   সাহাবীদের মধ্যে গননা করেছেন।
৯)👉🏻হাযরাত আমীরে মুওয়াবীয়া রাদিয়াল্লাহু তায়ালা আনহু একদা ইমামে হাসান রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে চার লাখ চাঁদির টাকা সালামী দিয়েছিলেন।
১০)👉🏻হাযরাত আমীরে মুওয়াবিয়া রাদিয়াল্লাহু তায়ালা আনহু একদা মাওলা আলী শেরে খোদার শানে লিখিত একটি মানকাবাতের প্রতিটি অন্তরার পরিবর্তে এক হাজার করে স্বর্ন মূদ্রা দেওয়ার ওয়াদা করে ছিলেন।
১১)👉🏻হাযরাত ফারুকে আযামের যুগে হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু শাম দেশের হাকিম নিযুক্ত হন। এবং চল্লিশ বছর ঐ পদে তিনি বহাল থাকেন।
১২)👉🏻হাযরাত আমীরে মুওয়াবিয়া রাদিয়াল্লাহু তায়ালা আনহুর নিকটে, হুযূর আলাইহিস সালামের লুঙ্গি মুবারাক,চাদর মুবারাক,জামা মুবারাক এবং কিছু চুল ও নখ মুবারাক ছিল।
তিনি ওসিয়ত করে যান যে, আমার ইন্তেকাল করার পর, হুযূরের এই পোষাকে আমাকে কাফন দিবে। আর ঐ চুল ও নখ শরীফ আমার নাকে মুখে রেখে দিবে।
১৩)👉🏻মাওলা আলী শেরে খোদা বলেছেন যে, তোমরা কেউ আমীরে মুওয়াবিয়াহকে খারাপ বলবে না।
১৪)👉🏻৬০ হিজরী সনে ৬ অথবা ১৫ রজব ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।দামিশক শহরে তাঁর মাযার মুবারাক রয়েছে। 
প্রকাশ থাকে যে, তাঁর জানাযার নামাযে হাযরাত যোহাক বিন কায়েস ইমামতি করেন।
১৫)👉🏻হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু একবার,হাযরাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এক লাখ স্বর্ন মূদ্রা মুল্যের অলংকার উপহার দেন। এবং হাযরাত হাসানাইন কারিমাইনকে চল্লিশ হাজার স্বর্ন মূদ্রা নজরানা প্রদান করেন।
১৬)👉🏻 আল্লার হাবীব হাযরাত আমীরে মুওয়াবিয়ার জন্য বহু গুরুত্বপূর্ণ দুওয়া করেছেন।
১৭)👉🏻হাযরাত ইমামে হাসান রাদিয়াল্লাহু তায়ালা আনহু ৬ মাস খেলাফাত করার পর কয়েকটি শর্তে আপস করে নিয়ে হাযরাত আমীরে মুওয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সেচ্ছায় খেলাফাত সোঁপে দেন।
تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا 
تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا
সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত ওয়া জামায়াতের আকিদা মুতাবিক হাযরাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু এক জন বিশিষ্ট সম্মানিত জান্নাতী সাহাবী এতে তিল পরিমাণও কোনো সন্দেহ নাই।
হুযূর হাফিজে মিল্লাতের👇🏻👇🏻 এই
বানীর উপর আমল করা হয়েছে।
کسی کا نام لےکر رد کرنا صرف اسی کا رد ہوتا ہے
اور اپنا مسلک بیان کردینا سب کا رد ہو جاتا ہے

বিঃ দ্রঃ-এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে আহলে সুন্নাত ওয়া জামায়াতের 👇🏻👇🏻এই সমস্ত নির্ভরযোগ্য কিতাব পত্র পড়ুন।
 মিরাতুল মানাজীহ ১ম খঃ, তারিখে কারবালা,খুতবাতে মুহাররাম,আন্নাহীয়াহ,ইকমাল ফি আসমাইর রিজাল ইত্যাদি ইত্যাদি।
পরিবেশনায়ঃ
ফাক্বীহে বাঙ্গাল হাযরাত আল্লামা  মুফতী মুহাম্মাদ আলিমুদ্দিন রেজবী মাযহারী 
ইতি- ১৪/০৪/২০২০
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|