★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
২০ রাকাআ'ত তারাবীহ নামাযের প্রমান - Ja-al-haq Discussions on

২০ রাকাআ'ত তারাবীহ নামাযের প্রমান

🌹৭৮৬/৯২🌹
তারাবীহ সম্পর্কে আলোচনা, অনেক সাধারণ মানুষ, তারাবীহ নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় যে আসলে তারাবীহ ২০রাকাআত, না ৮ রাকাআত, শরীয়তের আলোকে কনটা সঠিক, এই নিয়ে  চিন্তায় পড়ে ও বিভ্রান্তির শিকার হতে হয়।যাতে করে বিভ্রান্তির শিকার না হতে হয়। আসুন শরীয়তের আলোকে জেনে নিন। 

হযরত সাঈব বিন ইয়াজিদ রাদীয়াল্লাআনহু বলেন, আমরা সাহাবায়ে কেরাম, হযরত উমার ফারুক্ব রদীয়াল্লাহুআনহুর জামানায়, ২০ রাকাআত তারাবীহ ও তিন রাকাআত বিতর, পড়েছি। 
প্রমাণ *বায়হাক্বি শরীফ ও মিরক্বাত শারহে মিশকাত ২য় খন্ড ১৭৫পৃঃ*
হযরত ইয়াজিদ বিন রুমান রদীয়াল্লাহুআনহু বলেন যে, হযরত উমার রদীয়াল্লাহুআনহুর জাৃানাতে লোক ২৩ রাকাআত নামায পড়তো, ২০ রাকাআত তারাবীহ ও  তিন রাকাআত বিতর। (*ইমাম মালেক)*

মুলকুল উলামা আল্লামা আলাউদ্দিন আবু বাকার বিন মাসউদ রদীয়াল্লাহুআনহু বলেন যে,  হযরতপ উমর ফারুক রদীয়াল্লাহুআনহু, তিনি রমজান মাসে, সাহাবীদের একজায়গায় হাজির করে, হযতর উবাই ইবনে কাআব কে ইমাম বাবীয়ে, প্রতিদিন ২০রাকাআত তারাবীহ পড়া করেয়ে ছেন। 
*উমদাতাুক্বরী শারহে বোখারী ৫ম খন্ড ৩৫৫পৃঃ*

ইমাম তিরমিজী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, হযরত উমার ও আলী রদীয়াল্লাহুআনহুম এবং আরো সাহাবীগন ২০ রাকাআত তারাবীহ নামায আদায় করেছেন। 
*তিরমিজী শরীফ বাবো কিয়ামু শাহরে রামাযান*

ইমাম বায়হাক্বি বলেছেন, সাহাবী গন ২০ রাকাআত তারাবীহ পড়েছেন। 
*ত্বহত্ববী আলা মারাক্বিল ফালাহ ২২৪পৃঃ*

আল্লামা ইবনি আবেদীন শামী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তারাবীহ ২০রকাআত।
*ফাতওয়ায়ে শামী মিশরের প্রিন্ট ১ম খন্ড ১৯৫পৃঃ*

২০রাকাআত তারাবীহ আরো দোলিল দেখুন।
*বাহরুর রাইক ২য় খন্ড ৬৬পৃঃ ও শারহে ওয়াক্বাইয়া ১ম খন্ড ১৭৫পৃঃ*

তারাবীহ ২০ রাকাআত হওয়ার হিক্বমাত।
আল্লামা হালবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, দিনের মধ্যে ফরজ ও ওয়াজিব ২০ রাকাআত, তাই তারাবীহও ২০ রাকাআত, যেহেত সুন্নাত নামাজ ফরজ ওয়াজিব কে, মুকাম্মাল করে, তাই  দিনের ফরজ ওয়াজিব নামায   যেমন ২০রাকাআত, তেমনি তারাবীহও ২০রাকাআত।
*দুররে মুখতার ও শামী ১ম খন্ড ৪৯৫পৃঃ*

২০রাকাআত তারাবীহর আরো অসংখ্য দোলিল, 
*আসসুনানুল কুবরা ২য় খন্ড ৬৯৮পৃঃ,,উমদাতুল ক্বরী ৫খন্ড ২৬৪পৃঃ,,,মুয়াত্তা ইমাম মালেক ১ম খন্ড ১৫৯পৃঃ,,,মুসান্নাফে ইবনে আবি শায়বা ৫ম খন্ড ২২৪পৃঃ হাদীস নাম্বার ৭৭৬৬,,, সুনান আল বায়হাক্বি হাদীস নাম্বার ১২১০২,,,,আল মুগনি ২য় খন্ড ৬০৪পৃঃ,,,,গুনিয়াতুত তালেবিন ২য় খন্ড ২৫পৃঃ,,,আনওয়ারুল হাদীস ১৮৮পৃঃ*

এখান থেকে বুঝা গেলো যে অসংখ্য হাদীস ও কিতাব থেকে প্রমাণিত হচ্ছে, তারাবীহ হলো ২০ রাকাআাত,।

আট নামাজি খাট নামাজি তারাই ৮ রাকাআত তারাবীহ পড়ে, যার কনো দোলিল নেই,শুধুই দালালিতে চলে।
আল্লাহ তাআলা যেনো সকল সুন্নি মুসলমান কে বেশি বেশি বুঝার ও মানার তৌফিক দান করেন, আমীন সুম্মা আমীন। 

বিঃ দ্রঃ,, *তারাবীহ নামায সম্পর্কে কনো দলালের কথা শুনবেন না, বরং দোলিলের কথা শুনবেন।*

*মাহে রমযান মাসের যে কনো বিষয় জানতে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে 9734870091*

আমিও ভুলের উর্ধে নয়,তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ইনশাআল্লাহ।। 

দুআ প্রার্থী, H.Q.M জিয়াউল মোস্তফা নূরী রেজবী সাগরদিঘি মুর্শিদাবাদ,,,
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|