★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
হাযরাত আমীরে মুওয়াবিয়াহ নামের পর কোন্ কোন্ কিতাবে রাদিয়াল্লাহু আনহু লিখা আছে - Ja-al-haq Discussions on

হাযরাত আমীরে মুওয়াবিয়াহ নামের পর কোন্ কোন্ কিতাবে রাদিয়াল্লাহু আনহু লিখা আছে



🌹🌹7️⃣8️⃣6️⃣/9️⃣2️⃣🌹🌹
*নিরপেক্ষ দৃষ্টিতে ভালো ভাবে জেনে নিন যে, হাযরাত আমীরে মুওয়াবিয়াহ নামের পর কোন্ কোন্ কিতাবে রাদিয়াল্লাহু আনহু লিখা আছে*।
(১)👉🏻 আলকুতুবুস সিত্তাহ সহীহ বোখারী শরীফ কিতাবু ফাযায়েলে আসহাবিন্নাবীয়ে (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৩০৬ পৃষ্ঠায় আছে- باب ذکر معاویہ رضی اللہ عنہ
অর্থাৎ- হাযরাত মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহুর আলোচনার অধ্যায়।

(২)👉🏻 উক্ত👆কিতাবের উক্ত পৃষ্ঠায় উল্লেখিত ৩৭৬৬ নং হাদীসের সনদে আছ- 
عن معاویہ رضی اللہ عنہ
অর্থাৎ- হাযরাত মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে।
(৩) 👉🏻 শারহে ফিক্বহে আকবার আরবী কিতাবের ৮৩ পৃষ্ঠায় লিখা আছে- اول ملوک المسلمین معاویہ رضی اللہ عنہ
অর্থাৎ- মুসলিম বাদশাহ গনের মধ্যে প্রথম হাযরাত মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু।
(৪)👉🏻 শারহে আকায়েদে নাসাফীর আরবী শারাহ আননিবরাস কিতাবের ৩০৭ পৃষ্ঠায় লিখা আছে- و معاویہ رضی اللہ عنہ......
অর্থাৎ- তিনি আবু সুফিয়ানের পুত্র হাযরাত মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু।
(৫)👉🏻 আননাহিয়াহ নামক আরবী কিতাবের টাইটেল পেজেই লিখা আছে- معاویہ رضی اللہ عنہ
অর্থাৎ- মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু।
(৬)👉🏻 গুনিয়াতুত্তালিবীন নামক (বাংলা) কিতাবের ১৬৪ পৃষ্ঠায় লিখা আছে- হাযরাত মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু।
(৭)👉🏻 খুতবাতে মুহাররাম নামক কিতাবের ৩১৭ পৃষ্ঠায় লিখা আছে- হাযরাত মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু ।
(৮)👉🏻 খাকে কারবালা নামক কিতাবের ৪৮ পৃষ্ঠায় লিখা আছে- হাযরাত মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু।
(৯)👉🏻 পশ্চিম বঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইসলাম পরিচয় বইয়ের ১৩ পৃষ্ঠায় লিখা আছে, ১২ জন ওয়াহয়ী লেখকের মধ্যে একজন ছিলেন, হাযরাত মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু।
(১০)👉🏻 পশ্চিম বঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ইসলাম পরিচয় বইয়ের ১৫ পৃষ্ঠায় লিখা আছে যে, ওয়াহয়ী লিখকের মধ্যে একজন ছিলেন, হাযরাত মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু।
বিঃ দ্রঃ- আলহামদুলিল্লাহ বাহাস মুনাযারায় দেখাবার জন্য এই কিতাব গুলি আমার নিকটে মওজুদ আছে।
تلک عشرۃ کاملۃ
ইহা ছাড়াও আরও ভুরি ভুরি নির্ভরযোগ্য ইসলামী কিতাব পত্রে তাঁর নামের পাশে স্বর্ণাক্ষরে লিখা আছে রাদিয়াল্লাহু আনহু।

প্রিয় নিরপেক্ষ মুসলমান ভাইয়েরা, এতে দিবালোকের ন্যায় প্রমাণ হয়ে গেল যে, হাযারাত আমীরে মুওয়াবিয়াহ রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবীয়ে রাসূল ছিলেন। তা নাহলে তাঁর নামের পরে এই সম্মানিত বাক্যটি ব্যবহার করা হতো না।
আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে সঠিকটা জানার ও মানার তাওফীক দান করুন। আমীন ।
আরয👏👏 গুযার
খাদিমে আহলে সুন্নাত ওয়া জামায়াত
মোঃ আলিমুদ্দিন আখতারী রেজবী মাযহারী জঙ্গীপুরী।

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|