★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
🌹 *ক্বুরবানীর শর্তাবলীর ব্যখ্যা* 🌹 - Mas'la Masayel Discussions on

🌹 *ক্বুরবানীর শর্তাবলীর ব্যখ্যা* 🌹

🌹 *ক্বুরবানীর শর্তাবলীর ব্যখ্যা* 🌹
*১ম শর্ত: মুসলমান হওয়া :* _অতএব, অমুসলিমদের ওপর ক্বুরবানী ওয়াজিব হবে না।_
*২য় শর্ত: মুসাফির না হওয়া :* _শরীয়তের পরিভাষায় মুসাফির ওই ব্যক্তিকে বলা হয়, যে ৯২ কিলোমিটার বা তার থেকে বেশি দূর যাওয়ার জন্য নিজের গ্রাম বা শহর থেকে বের হয়েছে।আর গন্তব্যস্থলে ১৫ দিনের কম থাকার নিয়ত করেছে।_
*৩য় শর্ত: মালিকে নেসাব হওয়া :* _মালিকে নেসাব ওই ব্যক্তিকে বলা হয়, যার কাছে প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত 7.5 তোলা স্বর্ণ (সোনা) কিংবা 52.5 তোলা রৌপ্য (চাঁদি) বা এর সমতুল্য টাকা-পয়সা রয়েছে।_
        _সাড়ে বাহান্ন তোলা চাঁদির ওজন গ্রাম হিসেবে দেখতে গেলে 653 গ্রাম এবং 184 মিলিগ্রাম হয়। ধরে নিন বর্তমান বাজারে এক গ্রাম চাঁদির দাম 50 টাকা, তাহলে 50 টাকাকে 653.184 দিয়ে গুণ করলে গুণফল বের হবে 32,659.২ টাকা (বত্রিশ হাজার,ছয় শত ঊনষাট টাকা ও কুড়ি পয়সা)।_
       _সুতরাং কারো কাছে যদি প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত 32,659.2 বা এর অধিক টাকা কিংবা এর সমতুল্য সম্পদ থাকে, তার ওপর ক্বুরবানী ওয়াজিব হয়ে যাবে।এর থেকে কম হলে ওয়াজিব হবে না।_
*৪র্থ শর্ত: মুক্ত হওয়া :* _অতএব, ক্রীতদাস বা ক্রীতদাসীর ওপর ক্বোরবানী ওয়াজিব নয়। বর্তমান যুগে আর দাস বা দাসী পাওয়া যায় না।ফলেই এ সম্পর্কে বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই।_
*৫ম শর্ত: সাবালক হওয়া :* _সুতরাং যে সাবালকের মধ্যে উপরোক্ত শর্তাবলী পাওয়া যাবে, তার ওপর ক্বুরবানী ওয়াজিব হয়ে যাবে। যদিওবা সে বাড়ির কর্তা না হয়। যদিওবা সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি।_
واللّٰه تعالىٰ أعلم وعلمه أتم وأحكم.


Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|