★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
***দশ(১০)টা কাজ বিপদ ডেকে আনে*** হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।। - Mas'la Masayel Discussions on

***দশ(১০)টা কাজ বিপদ ডেকে আনে*** হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।।

***দশ(১০)টা কাজ বিপদ ডেকে আনে***
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ-
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যখন আমার উম্মত ১০টা কাজ করবে, তখন তাদের উপর বিপদ নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলোঃ হে রাসূল, কী কী? তিনি বললেনঃ
▣ যখন রাস্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে।
[যেমনঃ রাজনীতিবীদ্গণ]
▣ যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসাবে গ্রহণ করা হবে (অর্থাৎ আত্মসাৎ করা হবে)।
[এই ক্ষেত্রেও রাজনীতিবীদ্গণ]
▣ যাকাতকে জরিমানার মত মনে করা হবে।
[অনেকেই যাকাত দিতে হবে তাই দেন মানে বাধ্য হয়ে, মন থেকে যাকাত দিয়ার পরিমাণ আস্তে কমে কমে যাচ্ছে]
▣ স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে।
[পশ্চিমা অনেক দেশেই দেখা যায় ছেলে তার মায়ের থেকে স্ত্রীকে বেশী প্রাধান্য দেয়। আজকাল আমাদের দেশেও এরকম অনেক কাহিনী শোনা যায়]
▣ বন্ধুর প্রতি সদাচারী ও পিতার সাথে দুর্ব্যবহারকারী হবে।
[আজকাল যুব সমাজের অনেকেই নিজের পিতা-মাতার থেকে বন্ধু-বান্ধবদের বেশী গুরুত্ব দেয়]
▣ মসজিদে হৈ চৈ হবে।
[মসজিদে গিয়ে অনেকেই অনর্থক কথা বলে। বিশেষ করে জুম্মাহ এর নামাযের সময় নামায শুরু হওয়ার আগে যখন ইমাম সাহেব বাংলায় বয়ান দেন তখন ৪-৫ জন বন্ধু মসজিদে এসে এক সাথে বসে গল্প জুড়ে দেয়। এতে আশেপাশের মানুষের সমস্যায় পড়তে হয়]
▣ জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যেকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী।
[এরা যে রাজনীতিবীদ্গণ তা কি আর বলার অপেক্ষা রাখে?]
▣ মানুষকে তার ক্ষতির আশংকায় সম্মান করা হবে।
[অফিসের বসেরা অন্যায় কথা বললেও তাদের সম্মান করা লাগে চাকরী চলে যাবার ভয়ে]
▣ গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক পড়ে যাবে।
[টিভি চালু করলেই পর্দায় ভেসে উঠে]
▣ উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে।
[আজ অনেকেই আগেরকার যুগের আলেমদেরকে মুশরিক, বিদ’আতি, মুনাফিক বলে থাকে। এমনকি কেউ কেউ কাফির বলতেও দ্বিধা করে না]
তখন আগুনের বাতাস আসবে, মাটির ধস ও দেহের বিকৃতি ঘটবে।”
[সূত্রঃ তিরমিযী শারীফ, আততারগীব ওয়াত তারহীবঃ ৩য় খন্ডঃ ১৫৪১]
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|