★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
ক্বদ জা-আকুম মিনাল্লহি নূর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর ওপর সালাতু সালাম পেশ করার ফযীলত। - Ibadat amal Discussions on

ক্বদ জা-আকুম মিনাল্লহি নূর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর ওপর সালাতু সালাম পেশ করার ফযীলত।

edited February 2016 in Ibadat amal
রাসূলে আকরাম, নূরে মুজাসসাম হযরত
মুহাম্মাদ মুস্তাফা (সল্লাল্লাহু আলাইহি
ওয়াসল্লাম) ইরশাদ করেছেন,
জিব্রাঈল (আলাইহিস সালাম) আমাকে আরজ
করল, আল্লাহ তা'আলা ইরশাদ করেছেনঃ হে
মুহাম্মাদ! তুমি কি এ কথার ওপর সন্তুষ্ঠ নও,
তোমার উম্মত তোমার ওপর ১ বার সালাম
পেশ করবে, আর আমি তাদের ওপর ১০ বার
রহমত বর্ষণ করব।
(আবু নাসাঈ শরীফ, পৃষ্ঠা ২২২, হাদীস নং
১২৯২)
****
এখন বাতিলেরা প্রায় সময় বলে থাকে রাসূল
(দরুদ) কে সালাতু সালাম পেশ করলে তা ওনি
শুনেন না, তা দিয়ে পায়দা কি? ওনি তু বেচেঁ
ও নাই। (নাউ'জুবিল্লাহ)
যেইখানে রাসূল (দরুদ) নিজেই বলে দিয়েছেন
আমার ওপর কেউ সালাম দিলে তার ওপর
আল্লাহ ১০ বার রহমত বর্ষণ করেন। সেখানে
রাসূল (দরুদ) কে জিন্দা না মানা বেয়াদবি
নয়?
কথা বাড়ায়ে লাভ নাই। আসুন জিন্দা নবীকে
জিন্দা মেনে নি। এবং ওনার শানে সালাতু
সালাম পেশ করি,
আসসালাতু আসসালাম আলাইকা ইয়া
রাসূলাল্লাহ,
আসসালাতু আসসালাম আলাইকা ইয়া
হাবীবাল্লাহ।

মানুন
না
মানুন
আপনার
ব্যাপার ,
তবে
মোরতে তো
এক দিন
হবেই!
তখন টের পাবেন।
image
:-c Share & Like :-bd
ক্বদ জা-আকুম মিনাল্লহি নূর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর ওপর সালাতু সালাম পেশ করার ফযীলত। http://yanabi.in/u/v
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|