★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
২০ মিনিটে ২০ খতম আল-কুরআনের সওয়াব :- নিজে জানুন আমল করুন অপরকে জানান। - Ibadat amal Discussions on

২০ মিনিটে ২০ খতম আল-কুরআনের সওয়াব :- নিজে জানুন আমল করুন অপরকে জানান।

edited February 2016 in Ibadat amal
image
আজকের পবিত্র রাতকে আরো
পুন্যময় করে তোলুন, যার যার
আব্বু আম্মুকে পড়ে শুনান : সবাই
শেয়ার করুন প্লিজ
২০ মিনিটে ২০ খতম আল-কুরআনের
সওয়াব :-
নিজে জানুন আমল করুন অপরকে
জানান।
এতে যদি ১ থেকে হাজার মানুষ
পর্যন্তও ছড়ায় আর তা শিক্ষা
গ্রহন করে আপনার দ্বারা উপকার
প্রাপ্তদের সকলের সওয়াব আপনার
আমলনামায় দেয়া হবে ইনশা-
আল্লাহ।
★ সুরা ফাতিহা ৩ বার পড়লে আল-
কুরআন ২ বার খতমের সওয়াব হয়।
(তফসীরে মাযহারী ১ম, পৃ ১৫)
★ সুরা ইখলাস ৩ বার পড়লে ১ খতমের
সওয়াব হয়।
(সহিহ বুখারী ২য়, পৃ ৬৫০)
★ সুরা ইয়াসিন ১ বার পড়লে ১০
খতম এর সওয়াব হয়।
(সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৬)
★ সুরা কাফিরুন ৪ বার পড়লে
খতমের সওয়াব হয়।
(সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)
★ সুরা যিলযাল ২ বার পড়লে ১
খতমের সওয়াব হয়।
(সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)
★ সুরা ক্বদর ৪ বার পড়লে ১ খতমের
সওয়াব হয়।
(দুররে মনসুর ৬ষ্ট, পৃ ৬৮০)
★ আয়তুল কুরসী ৪ বার পড়লে ১
খতমের সওয়াব হয়।
(তফসীরে মাযহারী ২য় খন্ড, পৃ ৩১)
★ সুরা নসর ৪ বার পড়লে ১ খতমের
সওয়াব হয়।
(সহিহ তিরমিযি ২য়, পৃ ১১৭)
★ সুরা আদিয়াত ২ বার পড়লে ১
খতমের সওয়াব হয়।
(দুররে মনসুর ৬ষ্ট, পৃ ৬৯৫)
★ সুরা তাকাসুর ১ বার পাঠ করলে
১০০০ আয়াত পাঠের সমান সওয়াব
হয়।
(বায়হাকী, মিশকাত ১ম, পৃ ১৯০)
★ দুরুদে লাকী ১ বার পড়লে ১
লক্ষ বার দুরুদ পাঠের সমান সওয়াব
হয়।
★ ২০ লক্ষ নেকীর দোয়া :-
" লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা-শারিকা'লাহু
আহাদান সামাদান লাম ইয়ালিদ
ওয়া লাম ইউ লাদ ওয়া লাম ইয়া
কুল্লাহু কুফুয়ান আহাদ "
পরিশেষে,
রাসুল (সা) বলেন, “যে ব্যক্তি
ইসলাম ধর্মে কোনো সুন্নাতুন্
হাসানা তথা উত্তম প্রথা/রীতি
প্রবর্তন করেন, তিনি এর সওয়াব পান
এবং যারা তার পরে ওতে আমল করবে,
তাদের সওয়াবও তিনি পেতে
থাকেন; আর তাদের (পরবর্তী
আমলকারীদের) সওয়াবেরও এতে
ন্যূনতম কমতি হয় না। অনুরূপ ভাবে
কেউ যদি ধর্মে খারাপ কিছু
সংযোজন করে আর কেউ তা অনুসরণ
করে, সে ওই মন্দের জন্য দায়ী
থাকবে।”
[সাহীহ মুসলিম> ৬৪৬৬]
রাসূল সাঃ ইরশাদ করেন-আমার পক্ষ
থেকে একটি বাণী হলেও [মানুষের
কাছে] পৌঁছে দাও।
*তাহাবী শরীফ, হাদীস নং-৫৫৭০,
*সহীহ বুখারী, হাদীস নং-৩২৭৪,
*সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৬২৫৬,
*সুনানে তিরমিযী, হাদীস নং-২৬৬৯

মানুন
না
মানুন
আপনার
ব্যাপার ,
তবে
মোরতে তো
এক দিন
হবেই!
তখন টের পাবেন।
\m/ Share & Like :-bd
২০ মিনিটে ২০ খতম আল-কুরআনের সওয়াব :- নিজে জানুন আমল করুন অপরকে জানান। http://yanabi.in/u/s
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|