★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
গোবরের লাকড়ি বা পায়খানার গ্যাসে রান্না করা প্রসঙ্গে। - Mas'la Masayel Discussions on

গোবরের লাকড়ি বা পায়খানার গ্যাসে রান্না করা প্রসঙ্গে।

edited March 2016 in Mas'la Masayel

গোবরের লাকড়ি বা পায়খানার গ্যাসে রান্না করা প্রসঙ্গে।
**********************************
� সুওয়াল : আমাদের গ্রামে প্রায় বাড়ীতে গরু পালে। গরুর গোবর দ্বারা গহি, লাকড়িসহ বিভিন্নভাবে জ্বালানী বানিয়ে তা দিয়ে রান্না করা হয়। আবার কোনো জায়গায় বৈজ্ঞানিক পদ্ধতিতে গোবর ও পায়খানা থেকে গ্যাস তৈরী করে তা দ্বারা খাবার রান্না করা হয়।

প্রশ্ন হলো, এভাবে নাপাক জ্বালানী দ্বারা কি খাদ্য রান্না করা জায়িয হবে এবং এরূপে রান্না করা খাবার খাওয়া কি হালাল হবে?

▶▶ জাওয়াব : হ্যাঁ, এভাবে রান্না করা জায়িয হবে এবং রান্নাকৃত খাদ্য হালাল হবে। বস্তুত রান্না করা খাবার জায়িয ও হালাল হওয়ার জন্য আগুন জ্বালানোর উপকরণ বা জ্বালানী পাক-পবিত্র হওয়া জরুরী নয়। তাই গোবর শুকিয়ে তা দ্বারা রান্না করা জায়িয হবে। এমনিভাবে গোবর বা পায়খানার গ্যাস দ্বারা রান্না করা জায়িয হবে এবং এরূপে রান্না কৃত খাবার খাওয়া হালাল হবে।

তবে মনে রাখতে হবে, গোবর শুকনো হোক বা ভিজা হোক সর্বাবস্হায়ই তা নাপাক। তাই গোবরের কোনো অংশ যাতে খাবারে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যথায় তা খাবারে পড়লে, সেই খাবার নাপাক হয়ে যাবে এবং তা খাওয়া হারাম হয়ে যাবে।

(হাওয়ালা : ফাতাওয়া আলমগীরী ১ : ৩-৫/বাহারে শরীয়ত ২য় খন্ড ১২২-১২৩)


*****************************************

\m/ Like & Share :-bd Bellow Text for This Post নিচের বক্সের লেখাটি শেয়ার করেন এটা এই পোস্টের লিঙ্ক



গোবরের লাকড়ি বা পায়খানার গ্যাসে রান্না করা প্রসঙ্গে। http://yanabi.in/u/21
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|