★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
প্রশ্ন: ইসলামে দাঁড়িয়ে পেশাব করার হুকুম কি? - Mas'la Masayel Discussions on

প্রশ্ন: ইসলামে দাঁড়িয়ে পেশাব করার হুকুম কি?

প্রশ্ন: ইসলামে দাঁড়িয়ে পেশাব করার হুকুম কি?
উত্তরঃ ইসলাম নাপাক থেকে বেঁচে
থাকার নির্দেশ দিয়েছে এবং পেশাবের ছিটা থেকে বাঁচার জোর তাগিদ দিয়েছে। কেননা অধিকাংশ কবরের আযাব পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে হয়ে থাকে। এজন্যে ফুকাহায়ে কেরাম দাঁড়িয়ে পেশাব করাকে মাকরুহ তাহরিম। বলেছেন। তবে যদি কোনো ওযরের কারণে বসে পেশাব করা সম্ভব না হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করা মাজুর হিসেবে করতে পারেন,তবে অনুতপ্ত থাকতে হবে।
আফসুস লাগে বিভিন্ন জায়গা দেখতে পাই,বসে প্রস্রাব করার সুযোগ নেই।(নাউজুবিল্লা) 
মুসলাম হিসেবে সবার উচিৎ সকল জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা রাখা।
- সহীহ বুখারী; হাদিস ২১৮, রদ্দুল মুহতার
১/৫৫৭.

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|