★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
অবাক করার মত এক শিহ্মনীয় কাহানী হযরত আবু বকর رضي الله عنه এর শাসন কালে - Tasawuf Discussions on

অবাক করার মত এক শিহ্মনীয় কাহানী হযরত আবু বকর رضي الله عنه এর শাসন কালে

অবাক করার মত এক
শিহ্মনীয় কাহানী
হযরত আবু বকর رضي الله عنه
এর শাসন কালে,তিনি
প্রতিদিন ফজরের
নামায আদায় করে
মরুভূমির দিকে গমন
করতেন এবং সেখানে
কিছুক্ষণ অবস্থান
করে শহরে ফিরে
আসতেন। হযরত ওমর
رضي الله عنه তার প্রত্যেহ
এরুপ গমনের দৃশ্য দেখে
আশ্চার্যান্বিত
হলেন। তাই একদিন
ফজরের সালাতের পর
আবু বকর رضي الله عنه যখন
বের হলেন, তখন তিনি
গোপনে তাঁকে অনুসরণ
করতে লাগলেন।
অতঃপর তিনি একটি
ঢিলার পিছনে লুকিয়ে
থাকলেন ও আবু বকর
رضي الله عنه কে একটি পুরাতন
তাঁবুতে প্রবেশ করতে
দেখলেন। তিনি (আবু
বকর رضي الله عنه সেখানে
কিছুক্ষণ অবস্থান
করার পর বের হয়ে
গেলেন।
অতঃপর ওমর رضي الله عنه
ঢিলার আড়াল থেকে
বের হয়ে উক্ত তাঁবুতে
প্রবেশ করলেন।
সেখানে তিনি এক
অন্ধ দুর্বল মহিলাকে
দেখতে পেলেন, যার
কয়েকটি শিশু সন্তান
রয়েছে। তিনি
মহিলাকে জিজ্ঞেস
করলেন,
তোমার নিকট কে
আসে?
মহিলা বলল, আমি
তাকে চিনি না। তিনি
একজন মুসলিম।
প্রতিদিন সকালে
তিনি
আমাদের কাছে
আসেন। অতঃপর
আমাদের গৃহ
পরিস্কার করে দেন,
আঁটা পিষে দেন এবং
গৃহপালিত পশুগুলির
দুগ্ধ দোহন করে
দেন,আমার সংসারের
সব কাজ শেষ করে
অতঃপর তিনি চলে
যান।
বিস্ময়াভিভুত হযরত
ওমর رضي الله عنه বেরিয়ে
আসলেন এবং হযরত
আবু বকর সিদ্দীক رضي الله عنه
কে বললেনঃ হে আবু
বকর!
পরবর্তী খলীফাদের
উপর তুমি কত না
দায়িত্ত
অর্পন করে দিলে!
উত্তরে সিদ্দীকে
আকবর رضي الله عنه
বলেব,আমার শাসন
আমলে যদি,জনগন
কষ্টে থাকে,তাহলে
আমি হাশরের দিনে
আল্লাহকে কি জবাব
দিব।
(তারীখু দিমাশক
৩০/৩২২)
--- ‪#‎সুবহানাল্লাহ‬।
সবাই শেয়ার করুন।
*আল্লাহ আমাদের
নেক আমল করার
তওফিক দান করুন,,,
‪#‎আমিন‬


m1.jpg 12.4K
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|