★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
মুসাফাহ করার সুন্নাত ও দুই হাতে মুসাফাহ (হাত মেলানোর) দলিল - Mas'la Masayel Discussions on

মুসাফাহ করার সুন্নাত ও দুই হাতে মুসাফাহ (হাত মেলানোর) দলিল

হুজুর ﷺ ,সাহাবা, তাবে, তাবেঈন , আল্লাহর ওলি ও মুসলিম গন দুই হাতে মুসাফাহ করেছেন।



দলিল হিসাবে ইমাম বুখারি رحمة الله عليه  দুই হাতে মুসাফাহ একটি অধ্যায় রচনা করেন যেখানে দুটি হাদিস উল্লেখ করে দুই হাতে মুসাফাহ সুন্নাত তার প্রমাণ দিয়েছেন ।
দলীল ১ঃ

ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﻤْﺮُﻭ ﺑْﻦُ ﻋَﺎﺻِﻢٍ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻫَﻤَّﺎﻡٌ، ﻋَﻦْ ﻗَﺘَﺎﺩَﺓَ، ﻗَﺎﻝَ ﻗُﻠْﺖُ ﻷَﻧَﺲٍ ﺃَﻛَﺎﻧَﺖِ ﺍﻟْﻤُﺼَﺎﻓَﺤَﺔُ ﻓِﻲ ﺃَﺻْﺤَﺎﺏِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗَﺎﻝَ ﻧَﻌَﻢْ.
সনদঃ
উমার বিন আসিম–> হামাম –> কাতাদা –> আনাস বিন মালিক(رضي الله عنه)

অর্থ:
কাতাদা رحمة الله عليه হজরত আনাস বিন মালিক رضي الله عنه কে জিজ্ঞেস করেন মুসাফাহ করার প্রচলন কি হুজুর পাক ﷺ আর সাহাবা رضي الله عنه মাঝে ছিল ? তিনি উত্তর দেন হ্যা।
[Sahih Bukhari, Jild 2, Safa: 926, Hd.no: 6263, Kitabal Istezan(ﻛﺘﺎﺏ ﺍﻻﺳﺘﺌﺬﺍﻥ), Baab Musafah]

Note: এই হাদিস থেকে প্রমাণিত হল মুসাফাহ করা সুন্নাত ।এবার দুই হাতে মুসাফাহ করার দলীল।

দলীল ২ঃ

ﻭﻗﺎﻝ ﺍﺑﻦ ﻣﺴﻌﻮﺩ: ‏« ﻋﻠﻤﻨﻲ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻟﺘﺸﻬﺪ، ﻭﻛﻔﻲ ﺑﻴﻦ ﻛﻔﻴﻪ‏» ﻭﻗﺎﻝ ﻛﻌﺐ ﺑﻦ ﻣﺎﻟﻚ: ‏«ﺩﺧﻠﺖ ﺍﻟﻤﺴﺠﺪ، ﻓﺈﺫﺍ ﺑﺮﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻘﺎﻡ ﺇﻟﻲ ﻃﻠﺤﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ
ﺍﻟﻠﻪ ﻳﻬﺮﻭﻝ ﺣﺘﻰ ﺻﺎﻓﺤﻨﻲ ﻭﻫﻨﺄﻧﻲ »
হজরত ইবনে মাসুদ رضي الله عنه ইরশাদ করেন আমাকে নবি করিম ﷺ তাসাউদ শিখিয়েছেন আমার হাত নবি করিম ﷺ এর দুই হাতের মাঝে ছিল ।
আর কাব বিন মালিক رضي الله عنه বর্ণনা করেন আমি মসজিদের ভিতরে গেলে সেখানে হুজুর ﷺ ছিলেন , তালহা বিন আব্দুল্লাহ رضي الله عنه দ্রুত বেগে আসেন আর আমার তওবা কবুল হয়ার জন্য মুবারাকবাদ জানান।
[Sahih Bukhari, Jild 2, Safa 926, ﺑﺎﺏ ﺍﻷَﺧْﺬِ ﺑِﺎﻟْﻴَﺪَﻳْﻦ:Baab Do Hath Se Musafah, Kitabal Istezan(ﻛﺘﺎﺏ ﺍﻻﺳﺘﺌﺬﺍﻥ), Hd.no: 6265]

দলীল ৩ঃ


ﻭَﺻَﺎﻓَﺢَ ﺣَﻤَّﺎﺩُ ﺑْﻦُ ﺯَﻳْﺪٍ ﺍﺑْﻦَ ﺍﻟْﻤُﺒَﺎﺭَﻙِ ﺑِﻴَﺪَﻳْﻪِ .

হাম্মাদ বিন জায়েদ (رحمة الله عليه)  আব্দুল্লাহ ইবনে মুবারাক(رحمة الله عليه) এর সাথে দুই হাতে মুসাফাহ করেন।
[Sahih Bukhari, Jild 2, Safa 926 ﺑﺎﺏ ﺍﻷَﺧْﺬِ ﺑِﺎﻟْﻴَﺪَﻳْﻦ Baab Do Hatho Se Musafah, (ﻛﺘﺎﺏ ﺍﻻﺳﺘﺌﺬﺍﻥ), Kitabal Istezan]




Note: মুসাফাহতে দুই হাত ধরা ভালোবাসার পরিচয় তাই ইমাম বুখারি رحمة الله عليه তাবে তাবেয়ির একটা আমল দেখিয়েছেন..
ﻭﺻﺎﻓﺢ ﺣﻤٌﺎﺩﺑﻦ ﺯﻳﺪ ﺍﺑﻦ ﻣﺒﺎﺭﻙ ﺑﻴﺪﻳﻪ

হাম্মাদ বিন জায়েদ (رحمة الله عليه)  আব্দুল্লাহ ইবনে মুবারাক(رحمة الله عليه) এর সাথে দুই হাতে মুসাফাহ করেন।

দলীল ৪ঃ

হজরত আনাস বিন মালিক رضي الله عنه থেকে বর্ণিত হুজুর পাক ﷺ ইরশাদ করেন যখন দুই মুসলিম সাক্ষাত করার সময়ে একে অপরের হাত কে নিজের হাতের মাঝে নেই তখন আল্লাহ তায়ালা তাদের হাত ছাড়ার আগে তাদের দুয়া কবুল করেন আর ক্ষমা করেন। 

[Musnad Ahmad, Jild 17, Safa 338]

Note:এই হাদিস এ “ﺍﻳﺪﻱ” শব্দ এসেছে “ﻳﺪ” এর জমায়েত হিসাবে আর জমায়েত বলতে কম করে ৩ বুঝাই
সুতরাং দুই দুই হাতে মুসাফাহ করার জন্যই এখানে "জমায়েত" বুঝানো হয়েছে।

দলীল ৫ঃ

এক হাতে মুসাফাহ করা ইহুদি,নাশারা আর খ্রিষ্টানদের তরিকা আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তা থেকে বিরত থাকতে বলেছেন।
[Sahih Bukhari Kitabal Libaas]

আল্লাহ সবাই কে বুঝার তৌফিক দান করুক আমীন।

Comments

  • মুসাফাহ করার সুন্নাত ও দুই হাতে মুসাফাহ (হাত মেলানোর) দলিল http://yanabi.in/u/2p
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|