★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
মাহে রমজান মাসের ফজিলত্ হাদিসের আলোতে। - Mas'la Masayel Discussions on

মাহে রমজান মাসের ফজিলত্ হাদিসের আলোতে।

edited May 2018 in Mas'la Masayel
মাহে রমজান মাসের ফজিলত, হাদিসের আলোতে 


1)= হযরতে আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) রাসুল (সাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) ইরশাদ করেছেন (গুনাহ হতে বাঁচার জন্য ) রোযা ঢাল স্বরূপ | সুতরাং রোযাদীর অশ্লীল কথা বলবেনা  বা জাহেলী আচরণ করবেনা কেউ তার সাথে ঝগড়া করতে আসলে অথবা গালমন্দ করলে সে তাকে দুই বার বলবে আমি রোযাদার | তিনি আরো বলেন যার কুদরতি হাতে আমার জীবন  সেই আল্লার শপথ .রোযাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহর নিকট কুসতুরীর সুগন্ধ হতেও অতি উতকৃষ্ট | আল্লাহ বলেন রোযাদার খাদ্য,পানীয় ও কামভাব পরিত্যাগ করে আমার উদ্দেশ্যেই রোযা রাখে| সুতরাং আমি তাকে বিশেষভাবে রোযার পুরস্কার দান করবো | আর নেক কাজের পুরস্কার দশ গুণ পর্যন্ত দেওয়া হয়ে থাকে | ..সহীহ বোখারি, কিতাবুসসাওম,  পৃঃ 73, হাদিস 1773 , | 

2)=  হযরতে সাহল বিন সাদ (রাদিয়াল্লাহু আনহু) বলেন নবী কারীম (সাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) বলেছেন. বেহেশতে রাইয়ান নামক একটি দরজা আছে| কিয়ামতের দিন এদরযা দিয়ে রোযাদাররা জান্নাতে প্রবেশ করবে. রোযাদার ছাড়া আর একজন লোকও সে দরজা দিয়ে প্রবেশ করবেনা | তাদের প্রবেশের পরই তা বন্ধ করে দেওয়া হবে | যাতে সে দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবেনা | সহীহ বোখারী , কিতাবুসসিয়াম, পৃঃ 73 , হাদিস 1775, |...

রমযান মাস খুব অফারের মাস. আপনারা Offers গুলোকে কাজেলাগান ....

সবাই কাজে লাগাছেনতো ?|
Tagged:

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|