★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
মহিলাদের ঈদ ও বকরাঈদের নামাজ - Mas'la Masayel Discussions on

মহিলাদের ঈদ ও বকরাঈদের নামাজ

edited September 2016 in Mas'la Masayel
মহিলাদের জন্য ঈদ ও বকরাঈদের নামাজ জায়েজ নয়।এ জন্য যে ঈদগাহতে পুরুষদের সাথে একত্রে মিলন হয়। এই কারুণেই মহিলাদের কনো নামাজের জামায়াতে উপস্থিত হওয়া জায়েজ নয়। দিনের নামাজ হউক অথবা রাত্রের,জুময়ার হউক অথবা ঈদ ও বকরাঈদ ,যুবতী হউক বা বৃদ্ধা (দুর্রে মুখতার)
যদি কেবলমাত্র মহিলাগণই জামায়াত করে তবুও ইহা না জায়েজ এই জন্য যে কেবলমাত্র মহিলাদের জামায়াত মাকরুহ তাহরিমী।
(ফাতাওয়ায়ে আলমগিরী ১ম খন্ড ৮০ পৃষ্ঠা) যদি ঈদ,ও বকরাঈদ বা জুময়া মহিলাগণ একাকী পড়ে তবুও না জায়েজ। এই জন্য যে উল্লিখত নামাজের জন্য জামায়াত শর্ত । তবে মহিলাগণ ঐ দিন নিজ বাড়িতে একাকী নফল নামাজ পড়বে ইহা সওয়াব ও বরকতের কর্ম।
(আনওয়ারুল হাদীস ২১৪ পৃষ্ঠা)

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|