★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
দোয়া কবুলের কয়েকটি বিশেষ দিন বা সময় আলোচনা...... - Mas'la Masayel Discussions on

দোয়া কবুলের কয়েকটি বিশেষ দিন বা সময় আলোচনা......

edited July 2016 in Mas'la Masayel
image
দোয়া কবুলের কয়েকটি মুহূর্তের কথা এখানে আলোচনা করা হলো:
রাতের শেষ তৃতীয়াংশের দোয়া
প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশেই দোয়া কবুল করা হয়। শুধু শবেবরাত ও শবেকদরে নয়। হজরত আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহুতায়ালা আনহু.) থেকে বর্ণিত হাদিসে ইরশাদ হয়েছে, হজরত রাসূলুল্লাহ (সাল্লালাহুতায়ালা আনহু) বলেছেন, ‘প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহতায়ালা সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দেবো। কে আমার কাছে চাইছো, আমি তাকে তা দেবো। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। (মুসলিম শরিফ)
আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া
হজরত আনাস (রাদ্বিয়াল্লাহুতায়ালা আনহু) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সাল্লালাহুতায়লা আলাইহি ওসাল্লাম.) বলেছেন, ‘আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না।’ (তিরিমিজি শরিফ)
জুমার দিনের দোয়া
জুমার দিন এমন অসাধারণ একটি নেয়ামতের সময় আছে, যে সময়টাতে দোয়া কবুল হওয়ার বিশুদ্ধ বর্ণনা রাসূলুল্লাহ (সাল্লালাহুতায়ালা আলাইহি ওসাল্লাম) থেকে এসেছে। হজরত আবু হুরায়রা (রাদ্বিয়ালাহুতায়ালা আনহু) বলেন, হজরত রাসূলুল্লাহ (সাল্লালাহুতায়ালা আলাইহিসালাম .) আমাদের একদিন শুক্রবার নিয়ে আলোচনা করলেন এবং বললেন, ‘জুমার দিনে একটি সময় আছে, যে সময়টা কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা মেটাবেন এবং তিনি (রাসূল সাল্লালাহুতায়ালা আলাইহিসালাম ) তার হাত দিয়ে ইশারা করে সে সময়টা সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন।’ (বুখারি শরিফ)
জমজমের পানি পান করার সময়ের দোয়া
হজরত রাসূলুল্লাহ (সাল্লালাহুতায়াল আলাইহি ওসাল্লাম) বলেন, ‘জমজম পানি যে নিয়তে পান করা হবে, তা কবুল হবে।’ (ইবনে মাজাহ শরিফ)
সেজদার সময়ের দোয়া
হজরত রাসূলুল্লাহ (সাল্লালাহুতায়লা আলাইহি ওসাল্লাম) বলেন, ‘যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম অবস্থায় থাকে তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা সে সময় আল্লাহর কাছে বেশি বেশি চাও।’ (মুসলিম শরিফ)
রাতের বেলা ঘুম থেকে জাগার পরের দোয়া
সাহাবি হজরত উবাদা বিন সামিত (রাদ্বিয়াল্লাহুতায়ালা আনহু) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সাল্লালাহুতায়ালা আআলাইহি ওসাল্লাম.) বলেছেন, ‘যে কেউ রাতের বেলা ঘুম থেকে জাগে আর বলে ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ এবং এরপর বলে, ‘আল্লাহুম মাগফিরলি (আল্লাহ আমাকে ক্ষমা করুন) অথবা আল্লাহর কাছে কোনো দোয়া করে, তাহলে তার দোয়া কবুল করা হবে এবং সে যদি অজু করে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ কবুল করা হবে।’ (বুখারি শরিফ)
image
ফরজ নামাজের পরের দোয়া
সাহাবি হজরত আবু উমামা (রাদ্বিয়াল্লাহুতায়ালা আনহু) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সাল্লালাহুতায়ালা আলাইহি ওসাল্লালাম) কে জিজ্ঞেস করা হলো, ‘ইয়া রাসূলুল্লাহ! কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বললেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে।’ (তিরমিজি শরিফ)
বৃষ্টি ও আজানের সময়কার দোয়া
হজরত রাসূলুল্লাহ (সালাল্লাহুয়ালাইহিওসাল্লালাম.) বলেছেন, ‘দুই সময়ের দোয়া ফেরানো হয় না। আজানের সময়ের দোয়া আর বৃষ্টি পড়ার সময়কার দোয়া।’ (আবু দাউদ শরিফ)
এছাড়াও, শবে বরাত ওও কদরের রাতের দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের জন্য মা-বাবার দোয়া, রোজাদার ব্যক্তির দোয়া, বিশেষ করে ইফতারের সময়কার দোয়া, অনুপস্থিত মুসলিম ভাই বা বোনের জন্য অন্তর থেকে উৎসারিত দোয়া, জিহাদের মাঠে শত্রুর মুখোমুখি দোয়া, আরাফার (হজের দিন) দিনের দোয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পর সেই ব্যক্তির দোয়া কবুল হয় বলে হাদিসে উল্লেখ আছে।

Visit for Islamic: http://yanabi.in
Visit for Dawa Duya: http://shifakhana.com
Join Fb Group: http://www.facebook.com/groups/duibanglawb
সুন্নিবাংলা ফেসবুক গ্রুপ
https://m.facebook.com/groups/758991814236493?_rdr
Join Whatsapp Sunni Bangla Group: +919093399730image
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|