★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
ফরজ গোসল - Ibadat amal Discussions on

ফরজ গোসল

edited July 2016 in Ibadat amal
ফরজ গোসল

গোসলের তিনটি ফরজ যদি তার মধ্যে কনো একটি ছেড়ে দেয় অথবা কনো একটি কম করে তবে গোসল হবে না। (১)কুল্লি করা (গরগরা সহকারে হবে(তবে রোজা অস্থায় গরগরা করবে না।)
(২)নাকের ভিতর পানি দেওয়া। (৩)সমস্ত শরীর পানি প্রবাহিত করে ধৌত করা যেন কনো একটি পশম ও শুকনো না থাকে ।

*গোসলের সুন্নাত ১০ টি*

১)নিয়ত করা(২)দুই হাতের কবজা পর্যন্ত ধোয়া (৩)লজ্জা স্থান ধৌত করা (৪)নামাজের মত ওজু করা (৫)সমস্ত শরীর তিনবার ধোয়া (৬)গোসলের সময় কেবলার দিকে মুখ না করা।(৭)এ রকম জাগায় গোসল করা যাতে কেউ না দেখে।(৮)গোসলের সময় কথা না বলা দোয়া না পড়া। (৯)মহিলাদের জন্য বসে গোসল করা।(১০)গোসলের পরেই কাপড় পরে নেওয়া।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|