★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
মনীষীদের শ্রেষ্ঠ ১2 টি বাণী - Tasawuf Discussions on

মনীষীদের শ্রেষ্ঠ ১2 টি বাণী

edited December 2016 in Tasawuf
মনীষীদের শ্রেষ্ঠ ১2 টি বাণী-

1. যে তোমার সামনে দোষ ধরে, সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু- হযরত ওমর رضي الله عنه
2. জ্ঞান অর্থ-সম্পদের চেয়ে উত্তম। কেননা জ্ঞান তোমাকেই পাহারা দেয় কিন্তু অর্থকে পাহারা দিতে হয়। অথচ জ্ঞান হলো শাসক, আর অর্থ হলো শাসিত। অর্থ ব্যয় করলে নিঃশেষ হয়ে যায় কিন্তু জ্ঞান বিতরণ করলে আরো বৃদ্ধি পায়- হযরত আলী (
رضي الله عنه
3. যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!-হযরত আলী رضي الله عنه
4. আমি আদব শিখেছি বেয়াদবের কাছে- ইমাম গাজ্জালী رحمة الله عليه
5. যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!-শেখ সাদী رحمة الله عليه
6. কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয় – শেখ সাদী رحمة الله عليه
7. আমার দোষ তুমি আমাকেই বল– ইমাম গাজ্জালী رحمة الله عليه
8. হে প্রিয় বৎস, তোমার উপর যদি মুর্শিদের ছায়া না থাকে, তবে শয়তানের ওয়াসওয়াসাহ তোমাকে সর্বদা অস্থির করে রাখবে- জালাল উদ্দীন রুমী رحمة الله عليه
9. যে ব্যক্তি মুর্শিদ ব্যতীত তরীকত বা সুলুকের পথ চলল, সে শয়তানের চক্রান্তে পথ্ভ্রষ্ট ও কুপে পতিত হলো- জালাল উদ্দীন রুমী رحمة الله عليه
10. পীরের ওয়াসিলা অবলম্বন কর, কেননা পীর ব্যতীত তরীকতের সফর ভয়াবহ আপদ-বিপদ, ভয়্ভীতি ও সংকটে পুর্ণ- জালাল উদ্দীন রুমী رحمة الله عليه
11. যে পথে তুমি বহুবার গমন করেছ, পথ প্রদর্শক সাথে না থাকায় নানাবিধ অসুবিধায় পড়েছ- জালাল উদ্দীন রুমী رحمة الله عليه
12. ওরা প্রচার করুক হিংসা বিদ্বেস আর নিন্দাবাদ, আমরা বলব সাম্য শান্তি আর এক আল্লাহ জিন্দাবাদ- কাজী নজরুল ইসলাম

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|