★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
নবী মুহাম্মদ মস্তফা(সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম)এর নাম মোবারক শুনে আঙ্গুল চুমু দেওয়া কোথা থেকে আসলো - Ibadat amal Discussions on

নবী মুহাম্মদ মস্তফা(সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম)এর নাম মোবারক শুনে আঙ্গুল চুমু দেওয়া কোথা থেকে আসলো

edited August 2017 in Ibadat amal
সকলে পড়ুন ও শেয়ার করুন

অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে, আযানে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম)এর পবিত্র নাম মোবারক শুনে বৃদ্ধা আঙ্গুল চুমু দেয়ার ব্যাপারে কোনো দলিল আছে কিনা?
তাদের জন্য এই দলিল

আল্লাহুতায়ালা
হযরত আদম (আলায়হিওয়াসাল্লাম) কে সৃষ্টি করেন রুহ দান করার পর তিনি দেখলেন যে, ফেরেশতারা তাঁর পিছনে পিছনে ঘুরছেন এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিকির করছেন। হযরত আদম (আলায়হিওয়াসাল্লাম) আরজ করলেন, ইয়া বারে ইলাহী !! ফেরেশতারা আমার পেছনে ঘুর ঘুর করছে কেন??
মহান আল্লাহ ঘোষণা করলেন, ফেরেশতারা আমার মাহবুব নবীজীর (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) এর নূরের জিয়ারত করছেন, যা তোমার প্রিষ্টে আমানত রয়েছে। হযরত আদম (আলায়হিওয়াসাল্লাম) আরজ করলেনঃ ইয়া বারে ইলাহী আপনার হাবীবের (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) নূর আমার শরীরের পিছনে/প্রিষ্টে না হয়ে আমার সামনের দিকে হলে আমি বেশী খুশি হতাম। যাতে ফেরেশতারা আমার সামনে থেকে জিয়ারত করেন। অতএব আল্লাহর হুকুমে সেই নূরে পাক হযরত আদম (আলায়হিওয়াসাল্লাম) এর কপালে রাখা হল। আর কপালে রাখার সাথে সাথে সেই নূর ঝলমল করতে শুরু করলেন। এবার হযরত আদম (আলায়হিওয়াসাল্লাম) মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করলেনঃ ইয়া বারে ইলাহী!! আমিও সেই নূরে পাক কে দেখতে চাই জিয়ারত করতে চায়। তখন আল্লাহর হুকুমে অল্প একটু নূরে পাক হযরত আদম (আলায়হিওয়াসাল্লাম) এর বৃদ্ধা আঙ্গুলে এনে দেওয়া হল। আর ঐ নূরে পাক তাঁর বৃদ্ধা আঙ্গুলে দেখার সঙ্গে সঙ্গে হযরত আদম (আলায়হিওয়াসাল্লাম) উভয় আঙ্গুলে চুমু দিলেন এবং বললেনঃ "কুররাতু আইনি বিকা ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"।
[হক্কী, তাফসীরে রুহুল বয়ান, সূরা আল-আহযাব]

মুহাম্মদ ইবনে রাবা একদা নামাজের জন্য বের হলেন।পথিমধ্যে জোরে বাতাস প্রবাহিতের মাধ্যমে তাঁর চোখে ছোট্ট একটি পাথরের কনা ঢুকে পড়ে, যা বের করতে না পারায় তিনি খুবই ব্যথা অনুভব করছিলেন। যখন তিনি মুয়াজ্জিনের কন্ঠে আযানে নবীজীর (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) এর নাম মোবারক শুনলেন তখন তিনি আঙ্গুলদ্বয় চুমু খেয়ে চোখে লাগালেন, আল্লাহ পাকের দয়ায় অনায়াসে তাঁর চোখ থেকে পাথর বের হয়ে গেল।
[মাকাসেদে হাসানা, আবুল আব্বাস (রাদিয়াল্লাহুতায়ালাআনহু) রচিত "আল মোজেজাত"]

যদি কেউ আযানে দয়াল নবীজীর (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) এর পবিত্র নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলীদ্বয় চুমু দেয় আর চোখে লাগায় তাহলে সে কখনো অন্ধ হবে না এবং তার চোখ কখনো অসুস্থ হবেনা।(সুবহানআল্লাহ)
[এয়ানাতুত তালেবীন, পৃ:২৪, কেফায়াতুত তালেবে, ১ম খন্ড ১৬৯ পৃ:]

আল্লাহ পাক এই সুন্দর আমলটি নবীজীর (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) এর মুহাব্বাতে আমাদের সবাইকে আমল করার তাওফীক আতা করুন। আমিন

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|