★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
মসজিদের ফজিলত সমূহ - Ibadat amal Discussions on

মসজিদের ফজিলত সমূহ

edited August 2016 in Ibadat amal
(১) মসজিদ সমূহ আল্লাহ তা'য়ালার ঘর। যে ব্যক্তি আল্লাহ পাকের ঘরে প্রবেশ করবে তার হেফাজত ও মেহমানদারীর দায়ীত্ব আল্লাহ তা'য়ালার।

(২) মসজিদ সমূহ কাবার অংশ। হাসরের ময়দানে যখন কাবা শরীফ কে আল্লাহ তা'য়ালা জান্নাতের প্রবেশের নির্দেশ দিবেন তখন কাবা শরীফ বলবে আমি আমার আহাল (পৃথিবীর সমস্ত মসজিদ সমূহ) ব্যতিত একা জান্নাতে যাব না। কাবা শরীফের অনুরোধে আল্লাহ পাক সমস্ত মসজিদ সমূহকে জান্নাতে প্রবেশের অনুমতি দান করবেন। সমস্ত মসজিদ সমূহ আল্লাহ তা'য়ালার নিকট আরজ করবে , হে আল্লাহ আমি আমার আহাল (বা মুসাল্লী এবং মসজিদ আবাদকারী) ব্যতিত জান্নাতে যাব না। তখন মসজিদ সমূহের অনুরোধে মসজিদের সমগ্র মুসাল্লীগন সহ জান্নাতে প্রবেশের অনুমতি দান করিবেন। তাই বেশী বেশী মসজিদে গমন করা বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা প্রত্যেক মুমিনের সিফাত।

(৩) যে ব্যক্তি মসজিদে অজুর সহিত বসে পরবর্তী নামাজের অপেক্ষায় থাকবে তার আমল নামায় নামাজেরই নেকী লেখা হয়।

(৪) মসজিদ মুত্তাকীনদের ঘর।

(৫) মসজিদে জামাতের নামাজের ফজিলত ৫০০ গুন বৃদ্ধি পায়। মসজিদে আকসায় ২৫,০০০ গুন, মদিনার মসজিদে ৫০,০০০ গুন , কাবা শরীফে এক লক্ষ গুন এবং আল্লাহর রাস্তায় ৪৯ কোটি গুন বৃদ্দি পায়।

(৬) এশা এবং ফররের নামাজ মসজিদে জামাতে আদায় করলে সারা রাত্রি নফল নামাজের নেকী অর্জিত হয়।

(৭) নিজ ঘর থেকে অজু করে মসজিদের দিকে নামাজের জন্য রওয়ানা হলে তার আমল নামায় এহরাম বেধে হজ্জে রওয়ানা হওয়ার নেকী লেখা হয়। তার প্রতি কদমে একটি করে গোনাহ মাপ করা হয় এবং একটি করে নেকী লেখা হয়। যার যত বেশী কদম পড়বে তার তত বেশী নেকী
হবে।

(৮) যে ব্যক্তি জুমুআর দিন সর্বপ্রথম মসজিদে উপস্থিত হবে তার আমল নামায় একটি উট সাদকা করার নেকী লেখা হয়।

(৯) মসজিদ দ্বীনি তালিমের মার্কাজ। রাসুল (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) কাফের ও
( সাহাবায়েকেরাম ) গনকে দ্বীনের দাওয়াত দিয়ে মসজিদে নববীতে একত্র করে দ্বীনের তালিম দিতেন।

(১০) মসজিদ ঈমানদার তৈরীর কারখানা বা মার্কাজ বা হাসপাতাল।

(১১) যে ব্যক্তিকে বেশী বেশী মসজিদে গমন করতে দেখ তাকে ঈমানদার হিসাবে সাক্ষ্য দিতে পারো।

(১২) মোনাফিকদের জন্য মসজিদে যাওয়া কষ্টসাধ্য।

(১৩) মোনাফিকদের জন্য ফজর ও এশার নামাজ মসজিদে আদায় করা কষ্টসাধ্য।

(১৪) পৃথিবীর সমস্ত মসজিদ সমূহ জান্নাতের টুকরা ও উৎকৃষ্ট স্থান এবং বাজার সমূহ নিকৃষ্ট স্থান।

(১৫) মসজিদ ইসলামী সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার মার্কাজ। রাসুল (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) মসজিদ থেকেই সমাজের সার্বিক কার্য পরিচালনা করেছিলেন।

(১৬) মসজিদ থেকেই বিচার ব্যবস্থা কার্যকর করেছিলেন মহানবী (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) এবং খোলাফায়ে রাশেদীনগন।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|