★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
সুরা হাশরের সর্বশেষ তিন আয়াত এবং এর ফযিলত - Ibadat amal Discussions on

সুরা হাশরের সর্বশেষ তিন আয়াত এবং এর ফযিলত

edited September 2016 in Ibadat amal
[] সুরা হাশরের সর্বশেষ তিন আয়াত এবং এর ফযিলত [] আলহামদুলিল্লাহ-আসুন সবাই পড়ী-

 ★“হু আল্লা হুল্লাজী লা(আ) ইলাহা ইল্লা হু। আলিমুল গাইবী ওয়াশ শাহাদাতী হুয়ার রাহমানুর রাহীম।

হু আল্লা হুল্লাজী লা(আ) ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল ম্যু মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। ছুব হানাল্লাহী আম্মা ইউশরিকুন।

হু আল্লাহুল খালেকুল বারিয়্যুল মুছাওয়েরু লাহুল আছমা(আ)উল হুছনা। ইউ ছাব্বিহু লাহু মা ফিছ ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়া হুয়াল আজীজুল হাকীম।“  ★★ সবাই মুখস্ত করি ★★

ফজিলত : 
      যে ব্যক্তি “আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম” পাঠ করার পর সুরা হাশরের সর্বশেষ তিন আয়াত পাঠ করিবে আল্লাহ তায়ালা তাহার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন,
তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীর জন্য রহমতের দোয়া করবে। যেদিন এই আয়াত তিনটি পাঠ করিবে সেদিন পাঠকারী মারাগেলে শহীদের মউত হাসিল করিবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করিবে সেও একই মর্তবা লাভ করিবে। (সুবহানআল্লাহ)

(বিঃদ্রঃ) সঠিক উচ্চারণের জন্য আল কোরআন দেখে শিখে নিবেন)

(সুনানে তিরমিজী, হাদীস নং- ২৯২২ / ৩০৯০, কানযুল উম্মাল, হাদীস নং-৩৫৯৭, আত তারগীব ওয়াত তারহীব, হাদীস নং-৩৭৯ , সুনানে দারেমী, হাদীস নং-৩৪২৫, শুয়াবুল ঈমান, হাদীস নং-২৫০২, মুসনাদে আহমাদ, হাদীস নং-২০৩০৬, মুসনাদুশ সাহাবাহ, হাদীস নং-২৯৭৯৫, মিশকাতুল মাসাবীহ, হাদীস নং-২১৫৭) এ হাদীসটি হাসান পর্যায়ের হাদীস।

একটি ভালো পোস্ট লাইক এবং শেয়ার করা আপনার দায়িত্ব মনে রাখবেন, আপনার উছিলায় কেউ আমল করা শুরু করলে আপনিও সওয়াব পেতে থাকবেন । এড়িয়ে যাবেন না শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিন । আমিন
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|