★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
#__কারামতে_আলা_হযরত ****বৃষ্টি পড়া শুরু হলঃ**** - Tasawuf Discussions on

#__কারামতে_আলা_হযরত ****বৃষ্টি পড়া শুরু হলঃ****

#__কারামতে_আলা_হযরত 
****বৃষ্টি পড়া শুরু হলঃ****

একবার একজন জোত্যিষি আ’লা হযরত رحمة الله تعالى عليه-এর দরবারে হাজির হল। আ’লা হযরত رحمة الله تعالى عليه ঐ জোত্যিষিকে বললেন- জোত্যিষি সাহেব বলুন তো আপনি হিসেব করে দেখুন বৃষ্টি কখন আসবে। সে গুণে বলল। এ মাসে পানি নেই। এ মাসে বৃষ্টি হবে না। বরং আগামী মাসে হবে। আ’লা হযরত رحمة الله تعالى عليه তার হিসাব বুঝে বললেন, আল্লাহ তায়ালা চাইলে তার কুদরতে সব কিছু করতে পারেন। জোত্যিষি বললেন- না, এটা অসম্ভব। আপনি কেন তারকারাজির গণনার দিকে দেখছেন না? আ’লা হযরত رحمة الله تعالى عليه বললেন- আপনি শুধু তারকা রাজির দিকে দেখছেন। আমিতো তারকারাজি দেখতেছি আর সাথে সাথে আল্লাহর কুদরতের দিকেও দেখছি। অতঃপর আ’লা হযরত رحمة الله تعالى عليه সেই কঠিন মাসায়ালাটিকে সহজভাবে বুঝিয়ে দিলেন। তিনি দেয়াল এর দিকে দেখলেন একটি ঘড়ি দেখা যাচ্ছে। তারপর তিনি গণককে উদ্দেশ্য করে বললেন এখন কয়টা বেজেছে সে বলল এখন সোয়া এগারটা বেজেছে। আ’লা হযরত رحمة الله تعالى عليه বলেছেন বারটা বাজতে আর পৌনে এক ঘন্টা দেরী। আ’লা হযরত ক্বেবলা বললেন সোয়া এগারটার আগে কি বারটা বাজতে পারে। সে বলল না। ইহা শুনে আ’লা হযরত رحمة الله تعالى عليه দাঁড়ালেন এবং ঘড়ির কাঁটা ঘুরিয়ে বারটার ঘরে আনলেন। সাথে সাথে বারটা বাজতে শুরু করল। আ’লা হযরত ক্বেবলা জোত্যিষিকে বললেন- আপনি তো বলেছেন সোয়া এগারটার আগে বারটা বাজতে পারে না। এখনতো বারটা বেজে গেছে। সে বলল আপনি ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়েছেন। না হলে ঘড়িটি নিজে নিজে চলে বারটা বাজত। আ’লা হযরত এরশাদ ফরমালেন- আল্লাহ তায়ালা সর্বশক্তিমান। তিনি যেই জিনিষকে যেখানে ইচ্ছা সেখানে পৌঁছে দিতে পারেন। আপনি তো আগামী মাসে বৃষ্টি হওয়ার কথা বলেছেন। আল্লাহ চাইলে এ মাসে অথবা এ সপ্তাহে অথবা আজকেই এমনটি চাইলে এ মুহুর্তেই বৃষ্টি বর্ষন করতে পারেন। এ কথা বলার সাথে সাথেই মেঘে ছেয়ে গেছে এবং বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। আ’লা হযরত ক্বেবলা এমন অলি ছিলেন যে তাঁর মুখ দিয়ে যা বের হত আল্লাহ তায়ালা তা সত্যে পরিণত করতেন।
পরিশেষে বলতে পারি যে, এ মহা মনিষির কারামত সম্পর্কে যা কিছু আলোচনা করা হলো তা তাঁর বিশাল ভান্ডারের এক ক্ষুদ্র অংশ মাত্র। কারন তিনি ছিলেন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন উচু স্ত্মরের এক মহান অলী। জীবনের প্রায় প্রতিটি মুহুর্তে তাঁর থেকে অসংখ্য কারামত প্রকাশ পেত। আল্লাহ তায়ালা আমাদেরকে উনার অনুস্মরণকারী বানিয়ে দিক। امين...
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|