★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
জুমার দিনে এক আমলে ৮০ বছরের গুনাহ মাফ - Ibadat amal Discussions on

জুমার দিনে এক আমলে ৮০ বছরের গুনাহ মাফ

edited November 2016 in Ibadat amal
মানুষ কুপ্রবৃত্তির তাড়নায় নানা গুনাহ করে থাকে। সে গুনাহ মাফের নানা পদ্ধতি ও আমলের কথাও বলা হয়েছে কোরআন হাদিসে।

এ সকল আমলের নির্দিষ্ট দিন ও সময়ের সঙ্গে সম্পৃক্ত। হাদিসের জুমার দিনের ফযিলতের মধ্যে গুরুত্বপূর্ন একটি আমল রয়েছে । যা অনেক সহীহ হাদিসে বর্ণিত হয়েছে।

হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এ দুরুদ পড়বে, তার ৮০ বছরের গোনাহ্ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। দুরুদটি হল-

‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিইয়্যি, ওয়ালা আলি ওয়া সাল্লিাম তাসলিমা’ অর্থ : হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ কর উম্মী নবী (যাকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়নি) মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর ও তার পরিবার পরিবর্গের ওপর।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|