★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
কানপুরের কাছে লাইনচ্যুত শিয়ালদহ অজমেঢ় এক্সপ্রেস, - Islamic News Discussions on

কানপুরের কাছে লাইনচ্যুত শিয়ালদহ অজমেঢ় এক্সপ্রেস,

edited January 2017 in Islamic News
কানপুরের কাছে লাইনচ্যুত শিয়ালদহ অজমেঢ় এক্সপ্রেস, মৃত ২
সংবাদ সংস্থা
২৮ ডিসেম্বর, ২০১৬, ০৮:১০:৪৫


কানপুরের কাছে লাইনচ্যুত অজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেসের ১৫টি কামরা। ভোর সাড়ে ৫টা নাগাদ রুড়া স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। ২ জন মৃত ও অন্তত ৪৬জন যাত্রীর জখম হওয়ার খবর মিলেছে। তবে কেউ মারা যাননি বলেই দাবি করেছেন উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বিজয় কুমার। দুর্ঘটনার জেরে হাওড়া এবং নয়াদিল্লির মধ্যে ট্রেন চলাচল বিঘ্নিত। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছে গিয়েছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রী সুরেশ প্রভু। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই ট্রেনের যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর মর্মান্তিক রেল দুর্ঘটনার সাক্ষী ছিল কানপুর। গভীর রাতে পুখরায়ার কাছে লাইনচ্যুত হয় ইন্দোর থেকে পটনাগামী ১৯৩২১ রাজেন্দ্রনগর এক্সপ্রেস। মৃত্যু হয় প্রায় ১৫০জনের। আহত হন দেড়শতাধিক যাত্রী। ওই ঘটনায় রেশ কাটতে না কাটতেই ফের কানপুরের কাছে রেল দুর্ঘটনা। 
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|