★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
এই হাদিসে প্রমাণিতঃ হুজুর ﷺ গায়েব জানেন,হাজির নাজির,তিনি মালিক তার কাছে চাওয়া ,উম্মত শিরক করবে না - Al-Quran & Hadess Discussions on

এই হাদিসে প্রমাণিতঃ হুজুর ﷺ গায়েব জানেন,হাজির নাজির,তিনি মালিক তার কাছে চাওয়া ,উম্মত শিরক করবে না

edited January 2017 in Al-Quran & Hadess
বইঃ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ২০/ জানাযা, হাদিস নম্বরঃ ১২৬৩
 

 
باب الصَّلاَةِ عَلَى الشَّهِيدِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ ‏ "‏ إِنِّي فَرَطٌ لَكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي وَاللَّهِ لأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ ـ أَوْ مَفَاتِيحَ الأَرْضِ ـ وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا ‏"‏‏.‏
 
বইঃ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ২০/ জানাযা, হাদিস নম্বরঃ ১২৬৩
 

 
৮৫৫. শহীদের জন্য জানাযার সালাত। 

১২৬৩। আবদুল্লাহ‌ ইবন ইউসুফ 
رحمة الله عليه ... উক্‌বা ইবনু আমির 
رضي الله থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন এবং উহুদে পৌঁছে মৃতের জন্য যেরূপ (জানাযার) সালাত (নামায/নামাজ) আদায় করা হয় উহুদের শহীদানের জন্য অনুরূপ সালাত (নামায/নামাজ) আদায় করলেন। এরপর ফিরে এসে মিম্বারে তাশরীফ রেখে বললেনঃ আমি হবো তোমাদের জন্য অগ্রে প্রেরিত এবং আমি তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর কসম! এ মুহূর্তে আমি অবশ্যই আমার হাউয (হাউয-ই-কাওসার) দেখছি। আর অবশ্যই আমাকে পৃথিবীর ভান্ডারসমূহের চাবিগুচ্ছ প্রদান করা হয়েছে। অথবা (রাবী বলেছেন) পৃথিবীর চাবিগুচ্ছ আর আল্লাহর কসম! তোমরা আমার পরে শিরক করবে এ আশংকা আমি করি না। তবে তোমাদের ব্যপারে আমার আশংকা যে, তেমরা পার্থিব সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে।

হাদিসের মানঃ সহিহ (Sahih)


১."আমি তোমাদের জন্য সাক্ষি" এই থেকে বোঝা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত উম্মতের ভালো মন্দ ইত্যাদি সম্পর্কে সাক্ষি দিবেন আর যে এইগুলি দেখেন তারাই সাক্ষি প্রদান করেন। হাজির নাজির প্রমাণিত হয়।
২.হাউযে কাউসার দেখতে পাওয়া গায়েবের জ্ঞান তাই এটা ইলমে গায়েবের প্রমাণ।
৩.সমস্ত খাজানার চাবিগুচ্ছ তার কাছে অতএব তিনি মালিক তার কাছে চাওয়া যাবে।
৪.উম্মত যে শিরক করবে এই ভয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নেই অতএব উম্মত শিরক করবে না।
৫.উম্মত দুনিয়া নিয়ে এতো মশগুল হয়ে সেটা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহিসালাম আশংকা করেছেন।

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|