★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার জাকির নায়েকের সহযোগী - Islamic News Discussions on

অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার জাকির নায়েকের সহযোগী

edited February 2017 in Islamic News
অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার জাকির নায়েকের সহযোগী
By: Web Desk, ABP Ananda | Last Updated: Thursday, 16 February 2017 11:48 PM
Share   

মুম্বই: অর্থ পাচারের অভিযোগে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের ঘনিষ্ঠ সহযোগী আমির গাজদারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতে পেশ করা হবে আমিরকে।

 

ইডি সূত্রে খবর, তদন্তকারীদের সন্দেহ, জাকির ও তাঁর সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের হয়ে আমির ২০০ কোটিরও বেশি অর্থ পাচার করেছেন। জাকিরের চ্যানেলের কাজকর্মও পরিচালনা করতেন আমির। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা না করাতেই গ্রেফতার করা হয়েছে।

 

গত ডিসেম্বরে জাকির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জাকির বিদেশে থাকায় তাঁকে এখনও গ্রেফতার বা জেরা করা সম্ভব হয়নি। তবে জাকিরের সংগঠনের অবৈধ তহবিলের বিষয়ে তদন্ত চলছে। অর্থপাচার রোধের লক্ষ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ ও মুম্বই পুলিশ। সেই তদন্তের সূত্রেই আমিরকে গ্রেফতার করা হল।

তথ্যসূত্রঃ http://abpananda.abplive.in/india-news/ed-arrests-zakir-naik-aide-in-pmla-case-306212


Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|