★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
উলিল আমর উনাদের অনুসরণ করা ফরয - Ja-al-haq Discussions on

উলিল আমর উনাদের অনুসরণ করা ফরয


মহান আল্লাহ পাক তিনি কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول والى الامر منكم.
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং যারা উলিল আমর উনাদের অনুসরণ করো।

এখন উলিল আমর কে? যিনি মহান আল্লাহ পাক উনার ওলী তিনিই উলিল আমর। উনার অনুসরণ করতে বলা হয়েছে। সমস্ত তাফসীরে হাক্কানী আলিম উনাদেরকেই উলিল আমর বলা হয়েছে।

উলিল আমর যিনি উনাকে অনুসরণ করতে মহান আল্লাহ পাক তিনি নির্দেশ মুবারক দান করলেন। মহান আল্লাহ পাক উনার নিদের্শ তো পালন করা ফরয। সকলের জন্য। মহান আল্লাহ পাক তিনি অন্য পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, যে 
واتبع سبيل من اناب الى
অর্থ: “যে আমার দিকে রুজু হয়েছেন উনার অনুসরণ করো।”
এ পবিত্র আয়াত শরীফ উনার মধ্যেও যিনি ওলীআল্লাহ উনার অনুসরণ করার জন্য বলা হয়েছে। বা নির্দেশ দেয়া হয়েছে। আর হাক্কানী-রব্বানী ওলীআল্লাহ উনার অনুসরণ করার মধ্যেই রয়েছে হিদায়েতও রহমত। ইরশাদ মুবারক হয়েছে যে 
ان رحمة الله قريب من المحسنين
অর্থ: “নিশ্চয়ই যারা মুহসিন বা ওলী উনার নিকট মহান আল্লাহ পাক উনার রহমত।” 
উনাদের কাছে গেলে সেই রহমত লাভ করা যাবে। উনাদের কাছে যাওয়ার জন্য বলা হয়েছে। পবিত্র কালাম পাক উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে যে,
يا ايها الذين امنوا اتقوالله وكونوا مع الصدقين
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো এবং যারা ছদিক্বীন বা সত্যবাদী অর্থাৎ ওলীআল্লাহ উনাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ!
কারণ উনাদের অনুসরণ উনার মাধ্যমেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ করা হয়। সুবহানাল্লাহ! 
আলোচ্য পবিত্র আয়াত শরীফসমূহ দ্বারা বুঝা যায় উলিল আমর উনাদের অনুসরণ করার কত গুরুত্ব অর্থাৎ ফরয।

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|