★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
মুমিনের গুনাবলির মধ্যে অন্যতম ১০টি বৈশিষ্টঃ (ধারাবাহিক) ******************************************* - Mas'la Masayel Discussions on

মুমিনের গুনাবলির মধ্যে অন্যতম ১০টি বৈশিষ্টঃ (ধারাবাহিক) *******************************************

মুমিনের গুনাবলির মধ্যে অন্যতম ১০টি বৈশিষ্টঃ (ধারাবাহিক) ******************************************* ১।সঠিকভাবে ওজন করবে ওজনে কম দেয় না। وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ধবংস তাদের জন্য যারা মাপে কম দেয়৷ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করো (সূরা:আনআম ১৫২) ২।হালাল এবং পাক পবিত্র জিনিশ ভক্ষন করবে। يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ হে মানব জাতি ! পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না। ( সূরা:বাকারা ১৬৮) ৩।কক্ষনোই মিথ্যা সাক্ষ্য প্রদান করবে না। وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا (আর রহমানের বান্দা হচ্ছে তারা) যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং কোন বাজে জিনিসের কাছ দিয়ে পথ অতিক্রম করতে থাকলে ভদ্রলোকের মত অতিক্রম করে যায়৷ ( সূরা:ফুরকান ৭২) ৪।পেঁচিয়ে কথা বলবে না। وَإِن تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যতাকে পাশ কাটিয়ে চলো, তাহলে জেনে রাখো, তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন৷ ( সূরা:নিসা ১৩৫) ৫।মানুষকে ন্যায়সঙ্গত ভাবে শাসন করবে। ৬।অভাব অনটনের কারনে সন্তান হত্যা করবে না। وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُم مِّنْ إِمْلَاقٍ ۖ نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ দারিদ্রের ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দেবো। ( সূরা:আনআম ১৫১) ৭।কক্ষনোই শপথ ভঙ্গ করবে না। وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ আল্লাহর অংগীকার পূর্ণ করো যখনই তোমরা তাঁর সাথে কোনো অংগীকার করো এবং নিজেদের কসম দৃঢ় করার পর আবার তা ভেঙে ফেলো না যখন তোমরা আল্লাহকে নিজের ওপর সাক্ষী বানিয়ে নিয়েছো৷ আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত৷ ৮।মান্নত পুরন করবে । وفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا এরা হবে সেসব লোক যারা (দুনিয়াতে )মানত পূরণ করে, সে দিনকে ভয় করে যার বিপদ সবখানে ছড়িয়ে থাকবে৷ (দাহর ৭) ৯।আল্লাহকে প্রদত্ত ওয়াদা পালন করে। الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ اللَّهِ وَلَا يَنقُضُونَ الْمِيثَاقَ আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে, তারা আল্লাহকে প্রদত্ত নিজেদের অংগীকার পালন করে এবং তাকে মজতুব করে বাঁধার পর ভেঙ্গে ফেলে না৷ (সুরা রাদ ২০) ১০।নিকটাত্মীয়দের সাহায্য করবে। ( সূরা বাকারা ১৭) মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে এই আয়াতসমূহের আলোকে জীবন গঠন করার তওফিক দান করুন।আমিন

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|