★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
আমাদের YaNabi.in সাইট এ পোস্ট করবেন কি করে? - Help&Supports Discussions on

আমাদের YaNabi.in সাইট এ পোস্ট করবেন কি করে?

edited January 2017 in Help&Supports
১. আপনাকে প্রথমে আমাদের সাইট এ রেজিস্টার বা লগিন করতে হবে। কিভাবে সেটা করবেন তার জন্য এখানে ক্লিক করেন >> http://yanabi.in/d/616/
২. তারপর আপনাকে প্রধান এডমিন ডাঃ মুহাম্মদ রাযা কাদরীর কাছে পোস্ট করার জন্য আবেদন করতে হবে তার হটসএপ নম্বর এ +919093399730
যোগ্যতাঃ আমাদের সাইটে পোস্ট করার জন্য আপনাকে অবশ্যই মাসলাকে আলা হজরত এর অনুসারী হতে হবে। সোসাল মিডিয়াতে লেখার যোগ্যতা থাকতে হবে।আমাদের এডমিন ডাঃ মুহাম্মদ রাযা কাদরী সেটা যাচায় করে দেখবেন।
আপনাকে যদি অনুমতি দেয়া হয় তাহলে আপনি পোস্ট করতে পারবেন। অনুমতি পাওয়ার পর পরবর্তী স্টেপগুলি করতে হবে। লগিন না থাকলে লগিন করতে হবে।
৩.লগিন করার পর সাইট এর নিচে New Discussion এ ক্লিক করে পোস্ট করতে হবে।

তার নিচের মত পোস্ট করার পেজ আসবে সেখানে ক্যাটাগরি সেলেক্ট করতে বিষয় অনুযায়ী  হবে হেডিং বা টাইটেল লিখতে হহবে কি বিষয়ে লেখা তার বিষয় বস্তু তারপর নিচে ফাকা জাইগায় আপনি আপনার পোস্ট লিখবেন 

প্রতেক পোস্ট একটা ছবি অথবা ভিডিও অথবা অডিও দিতে হবে। তাহলে পোস্টটি দেখতে ভালো লাগবে।
প্রথমে বলছি ছবি আর পিডিএফ কি ভাবে দিবেনঃ
নিচের ছবি তে দেখেন এখানে ক্লিক করে ছবি বা পিডিএফ আপ্লোড করা হবে এখানে mp4, mp3 অন্যান্য ফাইল আপ্লোড করতে পারবেন কিন্তু প্রিভিউ হবেন কেবল সকলে ডাউনলোড করতে পারবেঃ

ভিডিও বা অডিও দিতে হলে সেটাকে প্রথমে ইউটিউব এ আপ্লোড করতে হবে। তার পর সেই লিঙ্কটা দিয়ে দিলেই অটোমেটিক ভাবে ভিডিও অডিও চলে আসবে।
এবার পোস্ট অনুযায়ী ট্যাগ সেলেক্ট করতে হবে




সম্পুর্ণ লেখা হলে post discussion এ ক্লিক করতে হবে


এবার আপনার পোস্ট হয়ে গেলো
Tagged:

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|