★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
২৭শে রাত শবে ক্বদরঃ - Mas'la Masayel Discussions on

২৭শে রাত শবে ক্বদরঃ



যদিও বুযুর্গানে দ্বীন এবং মুফাস্সিরগণ ও মুহাদ্দিসগণ رحمة الله عليه শবে ক্বদর
নির্ণয়ের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে, তবুও প্রায় সবার অভিমত হচ্ছে, প্রতি বছর
শবে ক্বদর ২৭ শে রমযানুল মুবারকের রাতেই হয়ে থাকে। হযরত সায়্যিদুনা
উবাই ইবনে কা’ব 
رضي الله عنه ২৭ শে রমযানুল মুবারকের রাতকেই শবে ক্বদর
বলেন। (তাফসীর-ই-সাভী, খন্ড ৬ষ্ঠ, পৃষ্ঠা ২৪০০)
হুযুর গাউসে আযম সায়্যিদুনা শায়খ আবদুল কাদির জিলানী رضي الله عنه ও
উপরোক্ত অভিমত ব্যক্ত করেছেন। হযরত সায়্যিদুনা  আব্দুল্লাহ ইবনে ওমর رضي الله عنه ও এ কথাই বলেছেন।
হযরত সায়্যিদুনা শাহ আবদুল আযীয মুহাদ্দিস দেহলভী 
رحمة الله عليه  বলেন,
“শবে ক্বদর রমযান শরীফের ২৭তম রাতে হয়ে থাকে। নিজের কথার সমর্থনে
তিনি দুটি দলীল বর্ণনা করেন, ১. লাইলাতুল ক্বদর শব্দ দুটিতে ৯ টা বর্ণ রয়েছে।
এ কলেমা সূরা ক্বদরে তিনবার ইরশাদ হয়েছে। এভাবে ‘তিনকে নয় দিয়ে গুণ
করলে গুণফল হয় ২৭। এটা এ কথার দিকে ইঙ্গিত বহন করেছে যে, শবে ক্বদর
২৭শে রমযানুল মুবারকে হয়ে থাকে। ২. অপর ব্যাখ্যা এটা বলেন যে, এ সুরা মুবারকায় ত্রিশটি পদ রয়েছে। তন্মধ্যে ২৭তম বর্ণ হচ্ছে, আরবী পদটি, যা দ্বারা
‘লাইলাতুল কদর’ বুঝানো হয়। সুতরাং আল্লাহ তা‘আলার পক্ষ থেকে নেক্কার
লোকদের জন্য এ ইঙ্গিত দেয়া হয়েছে যে, রমযান শরীফের ২৭শে রাতই শবে
ক্বদর হয়। (তাফসীরে আযীযী, খন্ড-৪র্থ, পৃ-৪৩৭)

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|