★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম - Mas'la Masayel Discussions on

ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম

এখানে ক্লিকরে পড়ুন

নিয়ত ও তাকবীর তাহরীমার পর সানা পড়ে ইমাম,সাহেব পুনরায় আল্লাহু,আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবেন,মুক্তাদিগণও আল্লাহু,আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবে।আবারও কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবে।পুনরায় কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু,আকবার বলে তাহরীমা বাঁধবে।তারপর ইমাম,সাহেব আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করে উচ্চ স্বরে সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।তারপর রুকু সাজদা করে দ্বিতীয় রাকায়াতের জন্য দাঁড়াবে এবং প্রথম রাকায়াতের মতই সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করে এইবার রুকুর পূর্বে অথাৎ রুকু যাওয়ার আগে তিনবার পূর্বের ন্যায় কান পর্যন্ত আল্লাহুআকবার বলে হাত উঠিয়ে এবং তারপরে ছেড়ে দিবে।৪র্থ বার আল্লাহু,আকবার বলে রুকুতে যাবে। তারপর নামাজের বাকী রুকুণগুলি আদায় করে নামাজ শেষ করবে। নামাজ শেষে ইমাম,সাহেব দুটি খুতবা পড়বেন। মুক্তাদিগণ নিরবে থোতবা শ্রবণ করবে।তারপর ইমাম,সাহেব ও মুক্তাদিগণ সকল মিলে আল্লাহুর দরবারে হাত উঠিয়ে মুনাজাত করবেন।

মাসায়ালাঃ-চুল,নখ কাটা,গোসল করা,দাঁতুন করা,উত্তম কাপড় পরিধান করা,খোসবু ব্যবহার করা,মহল্লার মসজিদে ফজরের নামাজ পড়া, ঈদগাহে দ্রুত যাওয়া,নামাজের পূর্বে সাদকায়ে ফিতের আদায় করা,ঈদগাহে যাওয়ার পুর্বে মিষ্টান্ন দ্রব্য খাওয়া নামাজ পর মুসাফা ও মুয়ানাকা করা। ঈদের দিন উল্লিখিত কর্মগুলি মুস্তাহাব।।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|