★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
‪#‎ঈদের‬ রাতের ইবাদত : শাওয়ালের চাঁদ ওঠার পর প্রথম কাজ হবে ঈদের রাতে আল্লাহ পাকের ইবাদত করা । - Ibadat amal Discussions on

‪#‎ঈদের‬ রাতের ইবাদত : শাওয়ালের চাঁদ ওঠার পর প্রথম কাজ হবে ঈদের রাতে আল্লাহ পাকের ইবাদত করা ।


‪#‎ঈদের‬ রাতের ইবাদত :

শাওয়ালের চাঁদ ওঠার পর প্রথম কাজ হবে ঈদের রাতে আল্লাহ পাকের ইবাদত করা ।
কিন্তু যারা মনে মনে ঠিক করে নিয়েছ , এই প্রিয় জনের সাথে চ্যাটিং করে কাটাবে । তারা স্পষ্টত এই মহান রাতের ফযিলত থাকে বন্চিত হবে ।
‪#‎ফযীলত‬ সমূহঃ
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন , "যে ব্যক্তি শাওয়াল মাসের প্রথম তারিখে আল্লাহ তায়ালার জন্য ইবাদত বন্দগী করে , দয়াময় আল্লা তায়ালা রোজহাশরে ভয়াবহ দুঃখ কষ্ট থেকে তাকে পরিত্রাণ করবেন ।"
অন্য হাদীস এ বলা হয়েছে , "যে ব্যক্তি ছাওয়াবের উদ্দেশ্যে ঈদুল ফিতর ও ঈদুল আযাহার রাতে জাগরন করে ইবাদত করে , তার দিল সে দিন মুর্দা হবে না । যে দিন সমস্ত দিলই মুর্দা হয়ে যাবে ।"
আর বলা হয়েছে , "ঈদের রাতে উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করা হয় । কারণ কর্মচারীদেরকে কাজ থেকে ফারিগ হওয়ার পর ভাতা দেয়া হয় ।"
তাই আসুন উপরোক্ত হাদীস গুলো থেকে শিক্ষা নিয়ে এই মহান রাতটি যতটা পারি ইবাদতে কাটাই ।
হতে পারে সেটা নামাজ , শুয়ে বসে যিকির করে ।
আর যদি ইবাদত না করতে পারি তবেও যেন এই মহান রাত টা অনর্থক মন্দ কাজে অতিবাহিত না করি ।
যারা ভালো কাজে থাকে তাদের সাথে থাকলেও লাভ । আর যারা মন্দ কাজে থাকে তাদের সাথে থাকা মানে নিজেরই ক্ষতি ।
তাই রাতটি হয়ে উঠুক আমাদের ক্ষমা পাওয়ার রাত ।

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|