★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
ঈদুলফিতরের নামাজ ও নিয়ত - Mas'la Masayel Discussions on

ঈদুলফিতরের নামাজ ও নিয়ত

এখানে ক্লিকরে পড়ুন

ঈদুল ফিতরের নামাজের সময় সওয়াল চাঁদের ১ম তারিখে সূর্য্যদয়ের পর হতে ঠিক দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত।ঈদুল ফিতরের নামাজ ২ রাকায়াত ওয়াজিব ছয় ৬ তাকবীরের সহিত প্রকাশ্য ক্বেরাত সহকারে পড়তে হয়।উক্ত তারিখে সকালে গোসল করে উত্তম পোষাক পরিধান করে কিছু মিষ্টান্ন দ্রব্য খেয়ে সাদকায়ে ফিতের আদায় করে মৃদুস্বরে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহ ময়দানে উপস্থিত হবে।           
#তাকবীরঃ- আল্লাহু আকবার-আল্লাহু আকবার  লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার-আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
#ঈদুলফিতরের   #নামাজেরনিয়তঃ-
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআ'লা রাকাআতায় সালাতি ঈদুল ফিতরে মা'আ সিত্তাতে তাকবীরাতিন ওয়াজিবিল্লাহি তা'আলা ইকতাদায়তু বিহাজাল ইমাম মুতাওয়ায যিহান ইলা যিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|