★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
চাঁদ না দেখে বা ইসলাম সম্মত প্রমাণ ব্যাতীত সৌদি কে অনুসরণ করে ঈদ পালন করা যাবে কি? - Ja-al-haq Discussions on

চাঁদ না দেখে বা ইসলাম সম্মত প্রমাণ ব্যাতীত সৌদি কে অনুসরণ করে ঈদ পালন করা যাবে কি?

edited June 2017 in Ja-al-haq

রেডিও,টেলিগ্রাম এবং টেলিফোনের খবর ইসলামে সম্মত প্রমাণ ব্যাতীত বিশ্বাসযোগ্য নয়।
বর্তমানে অনেক লোক চাঁদ না দেখে বা ইসলাম সম্মত প্রমাণ ব্যাতীত শুধু রেডিও,টেলিগ্রাম বা টেলিফোনের খবরের উপর বিশ্বাস করে রমজান মাস পরিপূর্ণ না করে ২৯ তারিখে ঈদ করে নিচ্ছেন,এটা সঠিক নয়। যদি আকাশে মেঘ থাকার কারণে চাঁদ দেখতে পাওয়া না যায় তবে রমজান মাসের ত্রিশটি রোজা পূর্ণ করে ঈদ করবেন।রেডিও টেলিগ্রাম, টেলিফোন ইত্যাদির খবর বিশ্বাসযোগ্য নয়।হ্যাঁ! যদি আকাশে মেঘ হয় তবে রমজানের চাঁদের জন্য একজন এবং ঈদের চাঁদের জন্য কমপক্ষে দুইজন সমদৃষ্টি সম্পন্ন ও পূণ্যবান নেক,মুসলমান পুরুষের সাক্ষ্য জরুরী রয়েছে।আর যদি আকাশ পরিস্কার থাকে তবে অনেক জন মুসলমানের সাক্ষ্য জরুরী হবে,শুধু এক দুই জনের সাক্ষ্য যথেষ্ট হবে না।তাই যতক্ষণ পর্জন্ত আপনার গ্রামে ইসলামসম্মত সাক্ষী বা খবর দ্বারা চাঁদ হওয়ার প্রমাণ না হয়ে যাবে,ততক্ষন পর্জন্ত রমজানের রোজা ছেড়ে দিয়ে ঈদ করবেন না। (ফতুওয়ায়ে আলামগিরী,তৃতীয় খন্ড, পৃ. ৩৫৭)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে ছিয়াম রাখ এবং চাঁদ দেখে ছিয়াম ভঙ্গ কর’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৯৭০)। 

তোমরা (রমজানের) চাঁদ দেখে রোজা শুরু করবে এবং (ঈদের) চাঁদ দেখেই রোজা ছাড়বে। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় (এবং চাঁদ দেখা না যায়) তাহলে মাসের ৩০ দিন পূর্ণ করে। অর্থাত্ আকাশ পরিচ্ছন্ন না থাকার কারণে চাঁদ দেখা না গেলে শাবান মাসের ৩০ দিন পূর্ণ করত রমজানের রোজা রাখা শুরু করবে।—সহিহ বুখারি ১/২৫৬, হাদিস : ১৯০৬

বিঃদ্রঃ- ভাবার বিষয় রয়েছে যে, বর্তমানের কোর্ট, আদালত বা বিচারালয় ও জর্জ এবং বিচারপতি সাক্ষীদের সামনে ডেকে সাক্ষ্য নেন,যদি বাড়িতে বসে টেলিফোন বা টেলিগ্রাম দ্বারা সাক্ষ্য দিবেন তবে গ্রহন করা হবে না । তাহলে টেলিফোন বা টেলিগ্রাম দ্বারা ইসলাম সম্মত সাক্ষ্যগুলি কেমন করে গ্রহনযোগ্য হবে? তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভারপ্রাপ্ত আলিমগণের সিদ্ধান্ত কোন প্রতিবাদ না করে মেনে নিবেন এবং আমল করার চেষ্টা করবেন।
অমা তৌফিকী ইল্লা বিল্লাহ্!!
Tagged:

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|