★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
কুরবানির_পশুর_যে_অংশগুলো_খাওয়া_হারামঃ - Mas'la Masayel Discussions on

কুরবানির_পশুর_যে_অংশগুলো_খাওয়া_হারামঃ



পবিত্র কুরবানীর বা হালাল পশুর ৮টি অংশ খাওয়া হারাম। 

আর সেগুলো হলো-
 (১) দমে মাছফুহা বা যবেহ করার সময় প্রবাহিত রক্ত হারাম।
 (২) অ-কোষ। 
(৩) মূলনালী 
(৪) পিত্ত 
(৫) লিঙ্গ 
(৬) গুহ্যদ্বার 
(৭) গদুদ বা গুটলী মাকরূহে তাহরীমা 
(৮) শিরদাড়ার ভিতরের মগজ, এটা কেউ মাকরূহ তাহরীমা; কেউ আবার মাকরূহে তানযিহী বলেছেন। তাই সকলকে উপরোক্ত হারাম বিষয় থেকে পরহেয থাকতে হবে। 
(দলীলসমূহ ফিকাহের )

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|