★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
রোগী দেখতে গিয়ে ‍দু‘আ পড়া সুন্নাত - Tasawuf Discussions on

রোগী দেখতে গিয়ে ‍দু‘আ পড়া সুন্নাত

নিচের এই দু'আ গুলি পড়ুন
-------------------------------
দোয়া নং- ১ঃ
-----------
لا بأْسَ طَهـورٌ إِنْ شـاءَ الله
(লা বা’সা তুহুরুন ইন শা-আল্লা-হ)।
“কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো (রোগটি গুনাহ থেকে) পবিত্রকারী হবে।”
বুখারী (ফাতহুল বারীসহ) ১০/১১৮, নং ৩৬১৬।
হিসনুল মুসলিম (মুসলিমের দূর্গ)
অধ্যায় ৪৫ : হাদিস ১৪৭।

দোয়া নং- ২ঃ
-----------
أَسْـأَلُ اللهَ العَـظيـم، رَبَّ العَـرْشِ العَـظيـم أَنْ يَشْفـيك .(سبع مرات
(আসআলুল্লা-হাল ‘আযীম, রব্বাল ‘আরশিল ‘আযীম, আঁই ইয়াশফিয়াকা)। (সাতবার)
“আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগমুক্তি প্রদান করেন।” (সাতবার)*
* নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মৃত্যু আসন্ন নয় এমন কোনো রোগীকে দেখতে গেলে, সে তার সামনে এই দো‘আ সাতবার পাঠ করবে, এর ফলে আল্লাহ তাকে (মৃত্যু আসন্ন না হলে) রোগমুক্ত করবেন। এ দো‘আ সাতবার পড়বে। 
তিরমিযী, নং ২০৮৩; আবূ দাউদ, নং ৩১০৬। আরও দেখুন, ২/২১০; সহীহুল জামে‘ ৫/১৮০।
হিসনুল মুসলিম (মুসলিমের দূর্গ)
অধ্যায় ৪৫ : হাদিস ১৪৮।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|