★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
আলা হজরত দরগাহ থেকে রাষ্ট্র গান না গাওয়ার নির্দেশ দেয়া হয়েছে,পড়তে হবে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থা - Islamic News Discussions on

আলা হজরত দরগাহ থেকে রাষ্ট্র গান না গাওয়ার নির্দেশ দেয়া হয়েছে,পড়তে হবে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থা

edited August 2017 in Islamic News
বেরেলী ,ইউ.পিঃ বেরেলী শরীফের দরবার থেকে যোগীর নির্দেশের বিরোধীতা করা হয়েছে। বেরেলভী মাদ্রাসা গুলিতে স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্র গান গাওয়া হবে না ।মাদ্রাসা গুলিতে স্বাধীনতা দিবসে জাতীয় পতকা উত্তলোন করা হবে আর গাওয়া হবে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থা হামারা। দুনিয়ার সমস্ত বেরেলভী মাদ্রাসা গুলির জন্য এই নির্দেশ দেয়া হয়েছে।

জামাতে রাযায়ে মুস্তাফার অধ্যাক্ষ তথা হুজুর তাজুশশারিয়ার শাহাজাদা মাওলানা আসজাদ রাযা খান কাদেরী বলেন,স্বাধীনতা  দিবসে প্রতি বছরের ন্যায় মাদ্রাসা গুলিতে জাতীয় পতকা উত্তলোন করা হয় আর গাওয়া হয় সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থা হামারা ,মিস্টি বিতরণ করা হয় আর স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করা হয়।
উনি বলেন ভারতবর্ষ একটি গণতন্ত্র দেশ এখানে ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে তাই মুসলিমরা শরিয়ত অনুযায়ী যা জায়েয সেটা করবে আর যেটা নিষেধ সেটা করবে না। তিনি আরোও বলেন সরকারে এই হুকুম দেয়া একটা ষড়যন্ত্র ।
Tagged:
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|