★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
আল্লাহর নুর ঈমানের মূল, নবী মোহাম্মাদ রাসুল صلى الله عليه وسلم - Mas'la Masayel Discussions on

আল্লাহর নুর ঈমানের মূল, নবী মোহাম্মাদ রাসুল صلى الله عليه وسلم

بسم الله الرحمن الرحيم
আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন, আচ্ছালাতু ওচ্ছালামু আলা রাসুলিহিল কারিম!
ভূমিকা:- ইসলাম একমাত্র শান্তির ধর্ম, যাহা অসংখ্য অগণিত আলমের সৃষ্টিকর্তা, এবং লালন পালনকারী আল্লাহ সুবহানাহু তাআলার একমাত্র মনোনীত ধর্ম! আর এই ধর্মের মূল হল ঈমান, এবং আকিদা! ঈমান এবং আকিদা সহিহ হলে আপনার আমল বন্দিগীর মূল্য পাওয়া যাবে, আর যদি ঈমান এবং আকিদা যদি সহিহ না হয় তবে সারা জীবনের বন্দিগীর ফল হবে চিরস্তায়ী জাহান্নাম!
আর সেই ঈমানের মূল হল নুরে খোদা صلى الله عليه وسلم ওনার ভালবাসা।হাদিস শরীফে উল্লেখ আছে আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, যার কাছে নবীর ভালবাসা নেই, তার ঈমান নেই। তাই ঈমানের মূল নবী মোহাম্মাদ صلى اله عليه وسلم

Comments

  • আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়
  • www.facebook.com/razviataullah
  • www.razvinetworkbd.wordpress.com
  • পাহাড় ভেঙে সাগর হল, উচু ভুমী সমতল!
    বসতবাড়ি ধ্বংস হল আকাশ জুড়ে নামছে ঢল!!
    জলে ভাসছে বাগ কি হাতি,
    ডাঙায় নাচে রুই কাতল,
    নার্গিস আসছে, নার্গিসআসছে,
    ভাঙছে বাড়ি, ভাঙছে ঘর ॥
    ঘর ভঙছে ভাঙছে তীর,
    মানুষ মরে লাশের ভিড়,
    গাছ ভাঙছে কাচ ভাঙছে তোফান সঙ্গে লড়বে কোন বীর ॥
    লক্ষিমোড়া চর্কি ঘোড়া, মরল কুকুর ডোবল পুকুর,
    দালান ভেঙে ইটের জুড়া পরঢ় বুঝি কমলপুর॥
    কাঁদছে মাঝি, মরছে কাজী,
    ডোবল নৌকা ছিড়ল পাল,
    মরছে পাজি বিশ্বরাজি রাখবে স্মরণ চির কাল॥
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|