[ad_1]
প্রকাশনায়ঃ সুন্নি বাংলা টিম
মহরম মাস যখন চলে আসে তখন শোহাদায়ে কারবালার ইয়াদ আরও তাজা হয়ে
যায়।এবং মুমিন ভাই বোনেরা বিভিন্ন অনুষ্ঠান,জালসা,মেহফিল ইত্যাদি অনুষ্ঠিত করে জিকরে
শাহাদাতে হুসাইন ও জিকরে শোহাদায়ে কারবালা পালন করে।এবং সাইয়েদুস শুহাদা ইমাম হাসান
ও সাইয়েদুস শুহাদা ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহুম দের শানে বিভিন্ন মানকাবাত এবং
শোক পুর্ণ গজল পড়ে থাকে।কিন্তু দুঃখের বিষয় হলো দুই বাংলার (পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ) বিভিন্ন স্থানে যে মানকাবাত,মার্শিয়া পড়া হয় তার বেশিরভাগ ই
অত্যন্ত নিম্নমানের এবং ভুলে ভর্তি।এমনকি অনেকক্ষেত্রে প্রকৃত ঘটনাও বিকৃতভাবে পড়তে
শোনা যায় তাছাড়া কোনো জাহিল ও বদ মাযহাব আবার জিকরে আহলে বাইত ও ইশকে আহলে বাইতের
নামে সাহাবায়ে কেরামদের ও লান তান করে ফেলে এবং সেটিকে নেকীর কাজ মনে করে অথচ সাধারন
সুন্নি ভাইয়েরা এ ব্যাপারে সঠিক ইলমের অভাবে তাদের ওই কবিতা গুলিই শুনতে থাকে।তাই আমার সাধারন সুন্নি ভাই যারা উর্দু পড়তে জানেন
না এবং আহলে সুন্নাতের ওলামাদের লিখিত কারবালার স্মরণার্থে মানকাবাত সংগ্রহ করতে পারেন
না তাদের কথা মাথায় রেখে “ইয়াদে কারবালা” নামের এই মানকাবাত শরীফের সংকলন তৈরি করা হলো।
ডাউনলোড লিঙ্কে ক্লিক করে কিতাবটি ডাউনলোড করে নিজে পড়ুন আর শেয়ার করে সকলকে পড়ার সুযোগ করে দেন
Yad e Karbala Bangla Pdf Size: 854 kb Total page: 170
[ad_2]
Source link