আশুরার নামায
ইসলামী বছরের প্রথম মাস হল মুহাররাম। এই মাসের দশম রজনীকে লাইলাতুল আশুরা বলা হয় ।
আশুরার রাত্রীর নামায আদায়ের পদ্ধতি এই রাত্রীর নামায আদায করার পদধতির বিভিন্ন নিয়মের মধ্যে কয়েকটি
হল-
২ রাকায়াত নামাযঃ- প্রতি রাকায়াতে আলহামদু বা সুরা ফাতিহার পর একবার আয়তাল কুরসী, তিনবার সুরা এখলাস পড়বে এবং সালামের পর ১০০ শত বার সুরা এখলাস পড়বে।
২ রাকায়াত নামাযঃ- প্রতি রাকায়াতে সুরা ফাতিহার পর তিনবার সুরা এখলাস।
৪ রাকায়াতঃ-প্রতি রাকায়াতে সুরা ফাতিহার পর তিন বার সুরা এখলাস। এছাড়াও এক সালামে চার রাকায়াতে নামায পড়তে হয়। যার প্রতেক রাকায়াতে সুরা ফাতিহার পর পঞ্চাশ বার সুরা এখলাস পড়তে হবে । এই নামাযের ফজিলাত সম্পর্কে বর্ণিত হয়েছে – যে ব্যক্তি এই নামায পড়বে তার অগ্র-পশচাতে পঞ্চাশ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আশুরার নামাযের নিয়াত
نَوَيْتُ أَنْ أَصَلَّى لِلَّهِ تَعَالَى رَكْعَتَيْ صَلوةِ العَاشُورَةِ مُتَوَجِّهَا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللَّهُ أَكْبَرُ
উচ্চারণঃ- নাওয়াইতু আন উসাল্লিয়া ল্লিল্লাহি তায়ালা রাকায়াতাই সলাতিল আশুরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল বা কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
বাংলা নিয়াতঃ-আমি নিয়াত করছি দুই রাকায়াত আশুরার নামাযের কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহু আকবার ।