[ad_1]
যার পীর নাই তার পীর শয়তান,যে ব্যাক্তি একজন ঈমানদ্বার হক্কানী পীরের কাছে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহন করে নাই,মুরিদ হয় নাই,সে ব্যাক্তি হাশরের দিন শয়তানের উম্মত হিসাবে গন্ন হবে,আল্লাহর দরবারে। আরব দেশে হুদায়বিয়া নামক জায়গায় একটি বড়ই গাছের তলে ১৪০০শত সাহাবী বসাছিল,নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়া তাদেরকে মুরিদ করিয়াছেন। এর পর আল্লাহ আয়াত নাযিল করে,সূরা-ফাতহা,আল্লাহ বলেন,নির্শ্চয়ই,নির্শ্চয়ই আমি সন্তুুষ্ট হইয়াগেছি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আপনার কাছে মুরিদ হইয়াছে, তারা আমি আল্লাহর কাছে মুরিদ হইয়াছে। এজন্য বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বায়তে খোদা বলা হয়। ১৪০০শত সাহবী তাদেরকে বায়াত করার অর্থ- কি । বায়াত শব্দের অর্থ- নিজের জান,মাল বিক্রি করে দেওয়া। ১৪০০শত সাহাবী তাদের জান,মাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লমের কাছে বিক্রি করিয়া দিয়া সাহাবীগন পরিপূর্ন ঈমানদ্বার মুসলমান হইয়াছেন। তাদের জন্য দোযখের আগুন হারাম হইয়া গেছে । রেজভীয়া দরবারের মহান মুর্শিদ আমার জানের জান মুর্শিদে বরহক মুজাদ্দিদে আজম হযরত আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রাদ্বিয়াল্লাহু আনহু।
[ad_2]
Source link