★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
সালমান আল-ফারেসী (রাদিআল্লাহু আনহু) যখন মৃত্যু শয্যায় - Tasawuf Discussions on

সালমান আল-ফারেসী (রাদিআল্লাহু আনহু) যখন মৃত্যু শয্যায়

সালমান আল-ফারেসী (রাদিআল্লাহু আনহু) যখন মৃত্যু শয্যায়, সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রাদিআল্লাহু আনহু) তাঁকে দেখতে যান। এক পর্যায়ে সালমান আল-ফারেসী (রাদিআল্লাহু আনহু) কাঁদতে শুরু করলেন।
.
সা’দ (রাদিআল্লাহু আনহু) তাঁকে বললেনঃ “হে আবু আবদুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) তো আপনার প্রতি সন্তষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাউজে কাওসারের নিকট তাঁর সাথে আপনি মিলিত হবেন।"
.
সালমান আল-ফারেসী (রাদিআল্লাহু আনহু) বললেনঃ “হে আমার ভাই, আমি মরণ ভয়ে কাঁদছি না। আমার কান্নার কারণ হচ্ছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) আমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন - আমাদের সাজসরঞ্জাম যেন একজন মুসাফিরের সাজসরঞ্জামের থেকে বেশি না হয়। অথচ আমার কাছে এতোগুলো জিনিসপত্র (এক বর্ণনাতে 'জিনিসপত্র'কে 'সাপ' হিসেবে উল্লেখ করা হয়েছে) জমা হয়ে গেছে।”
.
.
সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রাদিআল্লাহু আনহু) বলেনঃ "সেই জিনিসগুলি হলো -
• একটি বড় পেয়ালা
• তামার একটি থালা ও
• একটি পানির পাত্র।"
.
.
পাঠককুল, দুনিয়া থেকে বিদায় নেয়ার সময়ে আমাদের সাজ-সরঞ্জামের পরিমান কেমন থাকবে? কয়টি প্লট, ফ্ল্যাট, গাড়ি এবং বাড়ি রেখে যেতে চাই আমরা আমাদের সন্তানদের জন্য??
.
নিজেদের অবস্থা নিজেরাই কি যাচাই করে নিতে পারি না আমরা?
.
আল্লাহুম্মা ইহদিনাস সিরাত্বাল মুস্তাক্বিম
.
আল্লাহুম্মা আজিরনা মিনান্নার।
Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|