★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
জুম'য়ার দিনের বিশেষ কিছু আমল লিঙ্কেকিল্কিকরে পড়ুন - Ibadat amal Discussions on

জুম'য়ার দিনের বিশেষ কিছু আমল লিঙ্কেকিল্কিকরে পড়ুন

edited March 2017 in Ibadat amal
আসসালামুআলাইকুম জুময়ার দিনের কিছু আমল সমুহ১:জুময়ার দিন গোসল করা। যাদের উপর জুম’আ ফরজ তাদেরজন্য এ দিনে গোসলকরাকে রাসুল (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) 
ওয়াজিব করেছেন। 
 (বুখারীঃ ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭,৮৯৮)
➡ পরিচ্ছন্নতার অংশহিসাবে সেদিন নখ ও চুলকাটা একটি ভাল কাজ।
2⃣। জুম’আর সালাতের জন্য। সুগন্ধি ব্যবহার করা।
 (বুখারীঃ ৮৮০)
3⃣। মিস্ওয়াক করা।
(ইবনে মাজাহঃ ১০৯৮,বুখারীঃ৮৮৭, ইঃফাঃ৮৪৩)
4⃣। গায়ে তেল ব্যবহার করা।
(বুখারীঃ৮৮৩)
5⃣। উত্তম পোশাক পরিধান করে জুম’আ আদায় করা।
(ইবনে মাজাহঃ১০৯৭)
6⃣। মুসুল্লীদের ইমামের দিকে মুখ করে বসা।
(তিরমিযীঃ৫০৯, ইবনে মাজাহঃ১১৩৬)
7⃣। পায়ে হেঁটে মসজিদে গমন।
 (আবু দাউদঃ ৩৪৫)
8⃣। জুম’আর দিনও জুম’আরবিতে বেশী বেশী দুরুদ পাঠ।
(আবু দাউদঃ ১০৪৭)
9⃣। এ দিনবেশী বেশী দোয়া করা।
(বুখারীঃ ৯৩৫)
10। মুসুল্লীদের ফাঁক। করে মসজিদে সামনের দিকে এগিয়ে না যাওয়া।
 (বুখারীঃ৯১০, ৮৮৩)
1⃣1⃣। খুৎবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখনও দু’রাকা’আত‘তাহিয়্যাতুল মাসজিদ’সালাত আদায় করা ছাড়া না বসা।
 (বুখারীঃ ৯৩০)
1⃣2⃣। জুম’আর দিন সূরা কাহফ পড়া। এতে পাঠকের। জন্য আল্লাহ তায়ালা দুই জুম’ আর মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন।
(হাকেমঃ ২/৩৬৮, বায়হাকীঃ ৩/২৪৯)

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|